Redmi সাধ্যের মধ্যে একজোড়া নতুন স্মার্টফোন আনছে দেশে, 50MP ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার্স

রেডমি (Redmi) বর্তমানে বিভিন্ন দেশে দুটি নতুন বাজেট রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। এগুলির মধ্যে একটি হল Redmi 12C। কোম্পানি খুব শীঘ্রই বিশ্ব বাজারের ক্রেতাদের জন্য এই হ্যান্ডসেটটি আনতে পারে। এই ডিভাইসটি গত ডিসেম্বর মাসের শেষের দিকে চীনের মার্কেটে লঞ্চ হয়েছে এবং এটি চলতি মাসের শেষের দিকে বিশ্ব বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে৷ ফোনটি ভারতের মার্কেটেও আসবে বলে জানা গেছে। আর এখন এক সুপরিচিত টিপস্টার দাবি করেছেন যে, 12C আগামী সপ্তাহে এদেশে লঞ্চ হবে। এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, রেডমি ভারত এবং অন্যান্য দেশে একটি নতুন Note 12 সিরিজের ফোনও লঞ্চ করতে পারে। এটির নাম Redmi Note 12 4G, যা শাওমির সাব-ব্র্যান্ডের একটি নতুন সাশ্রয়ী মূল্যের ডিভাইস। আসুন তাহলে Redmi 12C এবং Note 12 4G-এর বিষয়ে এখনও অবধি যা যা তথ্য সামনে এসেছে, সেগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Redmi 12C এবং Redmi Note 12 4G শীঘ্রই পা রাখবে ভারতীয় মার্কেটে

রেডমি ১২সি কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম। এই ফোনটি চলতি মাসের শেষের দিকে বিশ্ব বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। টিপস্টার মুকুল শর্মা এর লঞ্চের তারিখ প্রকাশ করেননি, তবে নিশ্চিত করেছেন যে ফোনটি ভারতে লঞ্চ হবে। ফোনটি তার চীনা সংস্করণের মতো একই হার্ডওয়্যার সহ ভারত এবং অন্যান্য বাজারেও লঞ্চ হতে পারে।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, রেডমি ১২সি একটি ৪জি স্মার্টফোন হবে। এতে ১,৬৫০×৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন সহ লম্বা ৬.৭১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আর ফ্রন্ট ক্যামেরার জন্য ফোনটির ওপরের দিকে একটি ওয়াটারড্রপ নচ এবং নীচের দিকে পুরু বেজেল দেখা যাবে।

ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত হবে। রেডমি ১২সি চীনে ১২৮ জিবি স্টোরেজ সহ লঞ্চ হয়েছে। এটি বিভিন্ন দেশে একই স্টোরেজ কনফিগারেশনের সাথে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য, Redmi 12C-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ০.৮ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ডুয়েল-ক্যামেরা সেটআপ অবস্থান করবে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi 12C-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, এটিতে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি মাইক্রো-ইউএসবি পোর্ট উপস্থিত থাকবে।

অন্যদিকে, Redmi Note 12 4G ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে লঞ্চ হবে। এই ফোনে ফ্রন্ট ক্যামেরার জন্য স্ক্রিনের ওপরের কেন্দ্রে একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। ফাঁস হওয়া স্পেসিফিকেশন অনুসারে, Note 12 4G তিনটি কালারে লঞ্চ হবে – আইস ব্লু, অনিক্স গ্রে এবং মিন্ট গ্রিন। ডিভাইসটি ৬ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে।

এবং এই রেডমি ফোনটি ১২৮ জিবি স্টোরেজ সহ ৪ জিবি র‍্যাম বিকল্পে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। Redmi Note 12-এর ৪জি ভ্যারিয়েন্টের ব্যাক প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত থাকবে।

আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Note 12 4G-তে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে। এছাড়াও, Redmi Note 12 4G আইপি৫৩ রেটিং যুক্ত চ্যাসিস, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে৷