২৮ ডিসেম্বর লঞ্চ হবে Mi 11 সিরিজ, ১২ জিবি র‌্যামের সাথে থাকবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে Mi 11 সিরিজ লঞ্চের তারিখ ঘোষণা করে দিল Xiaomi৷ চলতি বছর শেষ হওয়ার আগেই বাজারে আসছে শাওমির এই নতুন ফ্ল্যাগশিপ সিরিজ৷ আজ চীনা টেক জায়ান্ট সংস্থাটি একটি পোস্টার শেয়ার করে জানিয়েছে, ডিসেম্বরের ২৮ তারিখে স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ নাগাদ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে Mi 11 সিরিজ৷ এছাড়াও আজ মি ১১ ফোনটিকে বেঞ্চমার্ক সাইট Geekbench এ দেখা গেছে। যেখান থেকে স্পষ্ট এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম থাকবে। গিকবেঞ্চে ফোনটির মডেল নম্বর Xiaomi M2011K2C।

Mi 11 সিরিজ সম্পর্কে আপাতত কি জানা গেছে

এখনও পর্যন্ত Mi 11 সিরিজের স্পেসিফিকেশনের বিষয়ে শাওমির তরফ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি৷ তবে ১লা ডিসেম্বর কোয়ালকম স্ন্যাপড্রাগন টেক সামিট ২০২০-তে সংস্থাটি ঘোষণা করেছিল, আসন্ন Mi 11 সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর থাকবে। গিকবেঞ্চ থেকেও একই ইঙ্গিত মিলেছে। আবার টিপ্সটার অভিষেক জানিয়েছেন, মি ১১ ফোনে এড্রেনো ৬৬০ জিপিইউ থাকবে।

Mi 10 সিরিজের মতো Mi 11 সিরিজেও Mi 11 ও Mi 11 Pro নামে দুটি ফোন থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে৷ Mi 11 ও Mi 11 Pro ডিভাইস দুটি শাওমির প্রথম ফোন হবে যাতে QHD+ রেজোলিউশনের ডিসপ্লে থাকবে৷ এছাড়া দুটি ফোনই ১২০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেটসহ আসবে বলে ধারণা। আবার এদের ডিজাইন হবে কার্ভড পাঞ্চ হোল।

রিপোর্ট অনুযায়ী, Mi 11 এবং Mi 11 Pro ফোনে ফটোগ্রাফির জন্য কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে যার প্রাইমারি ক্যামেরা হবে ১০৮ মেগাপিক্সেলের৷ এছাড়া 3C লিস্টিং থেকে জানা গিয়েছিল, Mi 11 ফোনে ৪,৭৮০ এমএএইচ ব্যাটারি ও Mi 11 Pro ফোনে ৪,৯৭০ এমএএইচ ব্যাটারি থাকবে; দুটি ফোনেই ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে৷

Xiaomi Mi 11 এবং Mi 11 Pro -এর দাম (আনুমানিক) 

Weibo-তে শাওমির Mi 11 ও Mi 11 Pro ফোন দুটির দামও প্রকাশিত হয়েছে। চীনের বাজারে এমআই ১১ এবং এমআই ১১ প্রো স্মার্টফোন দুটির দাম শুরু হতে পারে যথাক্রমে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৫,০৭৮ টাকা) এবং ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৫৯,৭৫৩ টাকা)।