Triton Model H: এক চার্জে যাবে 1200 কিমি, টেসলার আগেই ভারতে বৈদ্যুতিক গাড়ি আনছে Triton EV

ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজারে খুব শীঘ্রই পা রাখতে চলেছে আমেরিকার বিখ্যাত ব্র্যান্ড Triton EV। সম্প্রতি এদেশে তাদের নিজেদের ৮ সিটের ঝাঁ চকচকে Model H এসইউভি ইলেকট্রিক গাড়িটির ঝলক দেখিয়েছে সংস্থাটি। গাড়িটির মুখ্য আকর্ষণ হল এটি একক চার্জে ১,২০০ কিমি রাস্তা পাড়ি দিতে সক্ষম, যা এখনো পর্যন্ত ভারতে তো বটেই এমনকি বিশ্ববাজারেও বৈদ্যুতিক গাড়ির সেগমেন্টে রেকর্ড রেঞ্জ। আসুন একনজরে গাড়িটির খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Triton EV Model H SUV-এর বৈশিষ্ট্য

ট্রাইটন ইভি মডেল এইচ এসইউভি গাড়িটি লম্বায় ৫,৬৯০ এমএম, চওড়ায় ২,০৫৭ এমএম এবং উচ্চতায় ১,৮৮০ এমএম। ৮ সিটার বিশিষ্ট বিশালাকৃতির গাড়িটিতে রয়েছে ৫,৬৬৩ লিটারের (২০০ কিউবিক ফুট) লাগেজ স্পেস। এছাড়াও এর ভারোত্তোলন ক্ষমতা ৭ টন হতে পারে বলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে। এই সেগমেন্টের বৈদ্যুতিক গাড়িগুলির মধ্যে এত বড় ও উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন গাড়ি ভারতীয় বাজারে এই প্রথম আসতে চলেছে। গাড়িটিকে যোগ্য সঙ্গত দেওয়ার জন্য এতে ২০০ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকতে পারে। যেটিকে হাইপার চার্জারে মাত্র দুই ঘন্টায় শূন্য থেকে ১০০% চার্জ করা যাবে বলেও সংস্থাটি জানিয়েছে।

ইলেকট্রিক কারটির নজরকাড়া ফিচারগুলির মধ্যে একটি হল এর রেঞ্জ। ফুল চার্জে এটি ১,২০০ কিমি রাস্তা দৌড়াতে পারবে বলে দাবি করেছে প্রস্তুতকারী কোম্পানিটি। যদি বাস্তবে এই রেঞ্জ পাওয়া যায়, তবে ভারতের বাজারে ১০০০ কিমি রেঞ্জের রেকর্ড অনায়াসে ব্রেক করবে এটি।

Triton EV Model H SUV-এর রঙ

ভারতের বাজারে ট্রাইটন ইভি গাড়িটি সাতটি রঙের বিকল্পে পাওয়া যেতে পারে। প্রথম ঝলক দেখানোর সময় মেটালিক ব্লু রঙয়ের গাড়িটিকে সামনে এনেছে সংস্থাটি।

সংস্থার প্রধান সচিব জয়েশ রঞ্জন (শিল্প ও বানিজ্য বিভাগ) বলেছেন, “তেলেঙ্গানার রাজধানীতে ট্রাইটন ইভি মডেল এইচ এসইউভি-এর প্রথম ঝলক দেখাতে পেরে আমরা ভীষণ আপ্লুত। ভারতে বৈদ্যুতিক গাড়ি সফল করার প্রয়াসের অংশ হতে পেরে আমরা অতি উচ্ছ্বসিত। এটি আমাদের কাছে আরো বেশি স্পেশাল কারণ তেলেঙ্গানাতেই গাড়িটি তৈরি হয়েছে। আগামী দিনে ট্রাইটন ইভি টিমের সাফল্য কামনা করি এবং গাড়িটির প্রস্তুতের ক্ষেত্রে তেলেঙ্গানা রাজ্যের থেকে পাওয়া সব রকম সহায়তা আমাদের মুগ্ধ করেছে।”

রঞ্জন আরো বলেছেন, “ইন্সেন্টিভ ছাড়াও তেলেঙ্গানায় বিনিয়োগের প্রধান চালিকা শক্তি হল এই রাজ্যের সামগ্রিক ব্যবসায়িক বাস্তুতন্ত্র, ব্যবসা করার সহজতা এবং দ্রুত সময়সীমার প্রতি রাজ্যের অঙ্গীকার যা ট্রাইটনকে এই রাজ্যে বিনিয়োগের জন্য আকৃষ্ট করেছে।”

তেলেঙ্গানার পৌর প্রশাসন এবং নগর উন্নয়ন ও শিল্প মন্ত্রী কে টি রামা রাও বলেছেন, “বৈদ্যুতিক বাজারে ট্রাইটন ইভির কার্যক্ষমতা বিষয় জানতে পেরে আমরা ভীষণ উচ্ছ্বসিত। তেলেঙ্গানা রাজ্যকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমি অবশ্যই বলব যে এই রাজ্য গাড়িটির ম্যানুফ্যাকচারিংয়ের জন্য উৎকৃষ্ট জায়গা। আমরা আগামী দিনে স্টার্টআপ সংস্থাগুলি এবং এদের উন্নয়নের ব্যাপারে ফোকাসড থাকব।”

প্রসঙ্গত, আগামী পাঁচ বছরে হায়দ্রাবাদের জাহীরাবাদ অঞ্চলে ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে Triton EV। তবে প্রাথমিক পর্যায়ে আগামী কয়েক মাসের মধ্যেই ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে বলে জানা গেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন