মানসিক অবসাদ বা স্মৃতিলোপের আগাম সতর্কতা দেবে Apple iPhone

সবকিছু ঠিকঠাক চললে এবার থেকে স্মার্টফোন মানুষের মানসিক স্বাস্থ্য সম্পর্কে ইঙ্গিত দেবে। তবে যে কোন স্মার্টফোন নয়, একমাত্র অ্যাপল আইফোন (Apple iPhone) ব্যবহারকারীরা এমন ফিচারের দেখা পেতে পারেন। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা Apple সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস বিশ্ববিদ্যালয়ের (University of California, Los Angeles বা UCLA) সঙ্গে যৌথভাবে একটি প্রোজেক্টে শামিল হয়েছে, যা অবসাদ ও স্মৃতিভ্রংশের মতো মানসিক অসুখ নির্দেশক প্রযুক্তির বিকাশে সাহায্য করবে। ভবিষ্যতে আইফোন ডিভাইসে এই প্রযুক্তির সংযোজন ঘটতে পারে, যার ফলে উপকৃত হবেন দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ। উল্লেখ্য, বায়োজেন (Biogen) নামক একটি ঔষধ প্রস্তুতকারী সংস্থা Apple ও ইউসিএলএ’র (UCLA) উদ্যোগে শামিল হয়েছে।

আসলে আজকের দিনে ডিপ্রেশন বা মানসিক অবসাদ, ক্রমাগত দুশ্চিন্তার সমস্যা প্রভৃতি আমাদের জীবনের অঙ্গ। প্রতিনিয়ত আমরা এদের দ্বারা বিব্রত হই। অনেকে সামলে নিতে পারলেও, কেউ কেউ এই চাপের কাছে নতি স্বীকার করেন। সেক্ষেত্রে তাদের মানসিক সমস্যা তৈরী হতে পারে। অবশ্য বিষয়টি সম্পর্কে অগ্রিম আভাস পেলে চিকিৎসার মাধ্যমে ভালো থাকা সম্ভব। তাই ভবিষ্যতে অ্যাপল, আইফোনে নতুন ফিচার অন্তর্ভুক্তির মাধ্যমে মানসিক স্বাস্থ্যের গতিপ্রকৃতি আন্দাজের চেষ্টা চলছে।

মানসিক স্বাস্থ্য সম্পর্কে ধারণা প্রদানের জন্য অ্যাপলের প্রযুক্তি ব্যবহারকারীর বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করবে। সেন্সর ডেটার মাধ্যমে এটি তার দৈনিক ঘুমের পরিমাণ, গতিশীলতা ও অন্যান্য শারীরিক কার্যকলাপের উপর লক্ষ্য রাখবে। এছাড়া শক্তিশালী ফেস স্ক্যানিং হার্ডওয়্যারের মাধ্যমে মুখমন্ডলের ভঙ্গি ও হৃদস্পন্দন নির্ণয়ের দ্বারা নতুন প্রযুক্তি আমাদের মানসিক স্বাস্থ্য নির্দেশ করবে বলে জানা গিয়েছে।

আলোচ্য প্রযুক্তি বিকাশের জন্য Apple প্রায় ৩০০০ স্বেচ্ছাসেবকের উপরে অনুসন্ধান চালাচ্ছে। ইউসিএলএ’র (UCLA) সাথে সংস্থার মিলিত অনুসন্ধান ‘Seabreeze’ কোডনেমে পরিচিতি লাভ করেছে। অন্যদিকে বায়োজেনের সঙ্গে শামিল প্রোজেক্টটির কোডনেম ‘Pi’ রাখা হয়েছে।

আলোচ্য পরিকল্পনা সফল হলে Apple ব্যবহারকারীরা আগামীদিনে অসাধারণ অভিজ্ঞতার মুখোমুখি হবেন। সেক্ষেত্রে iPhone তাদের মানসিক অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত প্রদান করবে। বিশেষ করে, স্নায়বিক বিকার, অবসাদ, ভয়, স্মৃতিলোপ প্রভৃতি সমস্যা সম্পর্কে আগাম আভাস দিয়ে এটি ব্যবহারকারীকে সচেতন করবে। উল্লেখ্য, মানসিক স্বাস্থ্য নির্দেশের জন্য বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করলেও তার দ্বারা ব্যবহারকারীর প্রাইভেসি বিঘ্নিত হওয়ার কোনো ভয় নেই বলে সংস্থার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন