৫০০০ টাকা ছাড়ে বেস্ট সেলিং রেডমি ফোন, রেডমি ডেজ সেলের সেরা অফার দেখে নিন

একথা নিঃসন্দেহে অনস্বীকার্য যে, এই মুহূর্তে সারা বিশ্বের সেরা স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম একটি হল Redmi। সেক্ষেত্রে আপনি যদি Xiaomi-র এই সাব-ব্র্যান্ডটির স্মার্টফোনগুলির প্রতি বিশেষভাবে আসক্ত হয়ে থাকেন, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর! আসলে সম্প্রতি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ চলছে Redmi Days Sale, যেখানে সংস্থার সেরা স্মার্টফোনগুলি অত্যন্ত সস্তায় কেনার সুযোগ পাবেন ক্রেতারা। ফলে যারা হালফিলে বাজেট রেঞ্জে একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা একটি দুর্দান্ত হ্যান্ডসেট কেনার প্ল্যান করছেন, তারা অবশ্যই এই সেলটির ফায়দা ওঠাতে পারেন। এই প্রতিবেদনে আমরা চলতি Redmi Days Sale-এ উপলব্ধ পাঁচটি দুর্দান্ত স্মার্টফোনের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলি ১৫,০০০ টাকারও কম খরচে Amazon থেকে কেনা যাবে।

Redmi Days Sale চলাকালীন Amazon থেকে অতিশয় সস্তায় কিনে নিন এই পাঁচটি চমকপ্রদ স্মার্টফোন

Redmi 9A Sport (কোরাল গ্রিন, ২ জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ) :

যারা হালফিলে একদম কম খরচে একটি ব্র্যান্ড-নিউ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য এই রেডমি ৯এ স্পোর্ট এককথায় আদর্শ। ২ গিগাহার্টজ অক্টা-কোর হেলিও জি২৫ প্রসেসর দ্বারা চালিত এই ডিভাইসটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস টিএফটি ডিসপ্লে, ২ জিবি র‌্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ডুয়াল সিম সাপোর্ট সহ আসা এই ফোনে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উপস্থিত। এছাড়া, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য হ্যান্ডসেটটির সামনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। বর্তমানে অ্যামাজন থেকে এই স্মার্টফোনটি কিনতে হলে ক্রেতাদের মাত্র ৬,৯৯৯ টাকা খরচ করতে হবে।

Redmi 10 Power (পাওয়ার ব্ল্যাক, ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ) :

বর্তমানে অ্যামাজন থেকে রেডমির ১০ পাওয়ার ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি কিনতে হলে ইউজারদের ১২,৪৯৯ টাকা খসাতে হবে। এই হ্যান্ডসেটটিতে আছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন সহ ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যা ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এই ফোনে অ্যাড্রেনো ৬১০ জিপিইউ সহ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া, এই ডিভাইসে আছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি।

Redmi Note 11 (হরাইজন ব্লু, ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজ) :

৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসা রেডমি নোট ১১-এর সামনে দেখা যাবে ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত এই ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ক্যামেরার কথা বললে, ডিভাইসটির পিছনে ৫০ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার দেখা মিলবে। চলতি রেডমি ডেজ সেলে এই হ্যান্ডসেটটি অ্যামাজন থেকে কিনতে হলে খরচ পড়বে ১২,৯৯৯ টাকা।

Redmi Note 10 Lite (গ্লেসিয়ার হোয়াইট, ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজ) :

বর্তমানে অ্যামাজনে রেডমির এই ফোনটির ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। অপেক্ষাকৃত বেশি মূল্যের এই ফোনটি ইতিমধ্যেই ইউজারমহলে বেশ জনপ্রিয় হয়েছে, যার সুবাদে এটি ৪ স্টার রেটিংও পেয়েছে। রেডমি নোট ১০ লাইট-এ রয়েছে ৬.৬৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Redmi Note 10S (ডিপ সি ব্লু, ৬ জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজ) :

রেডমি নোট ১০এস স্মার্টফোনটি ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে সহ এসেছে। অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমএআইইউআই ১২.৫ কাস্টম ওএস দ্বারা চালিত এই ডিভাইসে ফাস্ট পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটটির পিছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ। আবার, সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটির সামনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বর্তমানে অ্যামাজনে এই ফোনটির ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা।