সস্তা Redmi 12C নাকি Moto G13, কোন ফোনটি দাম ও ফিচারের নিরিখে সেরা দেখে নিন

Redmi 12C এবং Moto G13 স্মার্টফোন দুটির মধ্যে দাম ও ফিচারগত পার্থক্য দেখে নিন

মাত্র ১দিনের তফাতে Redmi এবং Motorola উভয় ব্র্যান্ডই ভারতের বাজারে তাদের লেটেস্ট বাজেট-রেঞ্জের হ্যান্ডসেট লঞ্চ করেছে। গতকাল অর্থাৎ ৩০শে মার্চ এসেছে Redmi 12C এবং ২৯শে মার্চ এদেশের বাজারে পা রেখেছে Moto G13। উভয় হ্যান্ডসেটই দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ এবং এগুলির দাম ১১,০০০ টাকার নিচে রাখা হয়েছে। আবার ফিচারের দিক থেকেও Redmi এবং Motorola ব্র্যান্ডিংয়ের ফোন দুটির মধ্যে সদৃশতা লক্ষ্যণীয়। যেমন দুটি ফোনেই – HD+ ডিসপ্লে প্যানেল, হেলিও জি৮৫ প্রসেসর, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল মুখ্য রিয়ার সেন্সর এবং ১০ ওয়াট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। যদিও অপারেটিং সিস্টেম, সেলফি সেন্সর সহ আরো বেশ কয়েকটি বিভাগে পার্থক্য রয়েছে। এক্ষেত্রে উভয় ডিভাইসের দাম ও ফিচার প্রায় এক সমান হওয়ায়, কোন বাজেট হ্যান্ডসেটটি প্রতিযোগিতায় এগিয়ে থাকবে তা এখন বিচার্য বিষয় হয়ে উঠেছে। তাই আজ আমরা এই প্রতিবেদনে Redmi 12C এবং Moto G13 স্মার্টফোন দুটির মধ্যে দাম ও ফিচারগত পার্থক্য নিয়ে আলোচনা করবো।

Redmi 12C vs Moto G13 : ডিসপ্লে, সেন্সর

রেডমি ১২সি স্মার্টফোনে ৬.৭১-ইঞ্চির এইচডি প্লাস (১,৬৫০x৭২০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ২০.৬:৯ এসপেক্ট রেশিও, ৫০০ নিট পিক ব্রাইটনেস, ১,৫০০:১ কনট্রাস্ট রেশিও এবং ৭০% NTSC কালার গ্যামেট সাপোর্ট করে। নিরাপত্তার জন্য ডিভাইসে ফেস আনলক ফিচারের পাশাপাশি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধাও মিলবে।

ওয়াটার রিপেলেন্ট প্লাস্টিক বডির সাথে আসা মোটো জি১৩ স্মার্টফোনে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস (১,৬০০ x ৭২০ পিক্সেল) LCD ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এছাড়া সিকিউরিটি ফিচার হিসাবে ডিভাইসে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান থাকছে।

Redmi 12C vs Moto G13 : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, রেডমি ১২সি স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। এটি ৬ জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং সর্বাধিক ১২৮ জিবি পর্যন্ত EMMC 5.1 স্টোরেজ সহ পাওয়া যাবে। সংস্থার দাবি অনুসারে, এই হ্যান্ডসেট ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচার সাপোর্ট করে।

পারফরম্যান্সের জন্য মোটো জি১৩ স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি হেলিও জি৮৫ প্রসেসর সহ এসেছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। যদিও ব্র্যান্ডটি এর সাথে অ্যান্ড্রয়েড ১৪ আপডেট এবং তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। স্টোরেজ বিভাগের কথা বললে, এই হ্যান্ডসেটে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

Redmi 12C vs Moto G13 : ক্যামেরা সেটআপ

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, রেডমি ১২সি স্মার্টফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি ডেপ্থ সেন্সর, যার রেজোলিউশন জানা এখনো সম্ভব হয়নি। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান।

ক্যামেরা বিভাগের কথা বললে, মোটোরোলার জি-সিরিজ অন্তর্গত স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ শুটার। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সহ এসেছে।

Redmi 12C vs Moto G13 : ব্যাটারি, কানেক্টিভিটি অপশন

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 12C স্মার্টফোনে ১০ ওয়াট চার্জিং প্রযুক্তির সমর্থন সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর কানেক্টিভিটি বিকল্প হিসাবে এতে অন্তর্ভুক্ত থাকছে – ডুয়েল সিম স্লট, ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, একটি মাইক্রোএসডি কার্ড স্লট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক৷

Moto G13 স্মার্টফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে এসেছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। তদুপরি, কানেক্টিভিটির জন্য এই হ্যান্ডসেটে ডুয়েল সিম স্লট, ৪জি, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, জিএনএসএস, একটি মাইক্রোএসডি কার্ড স্লট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক সামিল রয়েছে।

Redmi 12C vs Moto G13 : পরিমাপ

রেডমি ১২সি স্মার্টফোনের পরিমাপ ১৬৮.৭৬x৭৬.৪১x৮.৭৭ মিমি এবং ওজন ১৯২ গ্রাম।

মোটো জি১৩ স্মার্টফোনের পরিমাপ ১৬২.৭x৭৪.৬৬x৮.১৯ মিমি এবং ওজন ১৭০ গ্রাম।

Redmi 12C vs Moto G13 : দাম

ভারতের বাজারে রেডমি ১২সি স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ আসা উচ্চতর বিকল্পটিকে পাওয়া যাবে ১০,৯৯৯ টাকায়। এটি – গ্রাফাইট গ্রে, ওশান ব্লু, মিন্ট গ্রিন এবং ল্যাভেন্ডার পার্পল কালার অপশনে উপলব্ধ।

ভারতে মোটোরোলা মোটো জি১৩ স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ৯,৪৯৯ টাকা ধার্য করা হয়েছে। এই বিক্রয় মূল্য ফোনটির ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের। আর ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম থাকছে ৯,৯৯৯ টাকা। এটিকে – ম্যাট চারকোল এবং ল্যাভেন্ডার ব্লু-এর মতো আকর্ষণীয় কালার অপশনে বেছে নেওয়া যাবে।