Redmi 13C 4G এর সাথে ভারতে আসছে Redmi 13C 5G, কবে ও কোথা থেকে কেনা যাবে দেখে নিন

গুঞ্জন শোনা যাচ্ছিলো Xiaomi তাদের সাব-ব্র্যান্ড Redmi -এর অধীনে ভারতে একটি Redmi 13C 4G লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আর আজ সংস্থার তরফ থেকে ঘোষণা করা…

গুঞ্জন শোনা যাচ্ছিলো Xiaomi তাদের সাব-ব্র্যান্ড Redmi -এর অধীনে ভারতে একটি Redmi 13C 4G লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আর আজ সংস্থার তরফ থেকে ঘোষণা করা হল যে, আপকামিং এই স্মার্টফোনটি আগামী ৬ই ডিসেম্বর এদেশে আত্মপ্রকাশ করবে। আবার লঞ্চের পরে হ্যান্ডসেটটি ই-কমার্স সাইট Amazon থেকে পাওয়া যাবে বলেও নিশ্চিত করেছে Xiaomi। এক্ষেত্রে সেল পার্টনার Amazon ইতিমধ্যেই Redmi 13C 4G মডেলের জন্য একটি ডেডিকেটেড মাইক্রো সাইট লাইভ করেছে। যার দরুন আসন্ন এই Redmi স্মার্টফোনের কালার বিকল্প সহ বেশকয়েকটি কী-ফিচার ফাঁস হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Xiaomi আগামী ৬ই ডিসেম্বর ভারতে Redmi 13C ফোনের 4G ভ্যারিয়েন্টের পাশাপাশি 5G বিকল্পও লঞ্চ করতে পারে। যদি এই খবর সত্যি হয়, তবে উক্ত ফোনটি Redmi ব্র্যান্ডের C-সিরিজের অধীনে আসা প্রথম 5G এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট হবে।

ভারতে Amazon থেকে কেনা যাবে Redmi 13C 4G স্মার্টফোন

লঞ্চের পর, রেডমি ১৩সি ৪জি স্মার্টফোনটি ই-কমার্স পোর্টাল অ্যামাজনের পাশাপাশি সংস্থার আধিকারিক ওয়েবসাইট (mi.com) -এর মাধ্যমেও বিক্রির জন্য উপলব্ধ হবে বলে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে অ্যামাজন দ্বারা লাইভ করা মাইক্রোসাইটের একটি পোস্টারে ডিভাইসটি – স্টারডাস্ট ব্ল্যাক এবং স্টার শাইন গ্রীন কালার বিকল্প সহ দেখা গেছে। এছাড়া, আলোচ্য হ্যান্ডসেট ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে বলেও নিশ্চিত করেছে এই মাইক্রোসাইট।

জানিয়ে রাখি, চলতি মাসের শুরুতে Redmi 13C নাইজেরিয়ার বাজারে আত্মপ্রকাশ করে। ফোনটির এই গ্লোবাল ভ্যারিয়েন্ট মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত। খবর পাওয়া যাচ্ছে, ভারতে আসন্ন Redmi 13C মডেলেও এই একই চিপসেট থাকবে। অর্থাৎ বাদবাকি ফিচারের ক্ষেত্রেও সদৃশতা নজরে পড়তেই পারে। তাই চলুন ফোনটির গ্লোবাল ভ্যারিয়েন্ট বা নাইজেরিয়ার সংস্করণের সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক…

Redmi 13C এর স্পেসিফিকেশন (গ্লোবাল ভ্যারিয়েন্ট)

ডিসপ্লে: কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন সহ ৬.৭৪-ইঞ্চির এইচডি প্লাস (১৬০০×৭২০ পিক্সেল) ডিসপ্লে প্যানেল, যা – ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২৬০ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ৪৫০ নিট পিক ব্রাইটনেস সমর্থন করে।

প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট এবং মালি জি৫২ জিপিইউ।

স্টোরেজ: ৪/৬/৮ জিবি LPDDR4X র‌্যাম (৮ জিবি পর্যন্ত এক্সটেনশন ফিচার সাপোর্ট করে) এবং ১২৮/ ২৫৬ জিবি eMMC 5.1 স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো সম্ভব।

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিন।

রিয়ার ক্যামেরা: একটি LED ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ। এগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।

ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার।

ব্যাটারি এবং চার্জিং: ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১০ ওয়াট ইন-বক্স চার্জার সহ।

কানেক্টিভিটি অপশন: ডুয়াল-সিম স্লট, ৪জি, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এসি, ব্লুটুথ ৫.৩, এনএফসি, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেইডু, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি অডিও পোর্ট৷

সিকিউরিটি ফিচার: সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

পরিমাপ: ১৬৮×৭৮×৮.০৯ মিমি।

ওজন: ১৯২ গ্রাম।

কালার বিকল্প: গ্লেসিয়ার হোয়াইট, ক্লোভার গ্রিন, মিডনাইট ব্ল্যাক এবং নেভি ব্লু।