Redmi 13R 5G: রেডমির ফের চমক, সস্তায় দুর্দান্ত 5G ফোন লঞ্চের তোড়জোড় শুরু করল
শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি গত মাসে নাইজেরিয়ার বাজারে Redmi 13C লঞ্চ করেছে। এই সাশ্রয়ী মূল্যের...শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি গত মাসে নাইজেরিয়ার বাজারে Redmi 13C লঞ্চ করেছে। এই সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনটি আগামী সপ্তাহে ভারতে আসতে চলেছে। আর এখন শোনা যাচ্ছে যে, সংস্থাটি Redmi 13 সিরিজের আরেকটি নতুন মডেলের ওপর কাজ করছে, যার নাম Redmi 13R 5G। এই ফোনটি ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) প্ল্যাটফর্মে হাজির হয়ে জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।
Redmi 13R পেল Bluetooth SIG-এর অনুমোদন
রেডমি ১৩আর ৫জি ফোনটিকে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) প্ল্যাটফর্মে 23124RN87I মডেল নম্বর সহ তালিকাভুক্ত করা হয়েছে। এই সার্টিফিকেশনটি ব্লুটুথ ৫.৩ সাপোর্ট সহ “রেডমি ১৩আর ৫জি” নামটি নিশ্চিত করেছে। রেডমির এই নতুন ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে বলে জানা গেছে।
তবে, ব্লুটুথ এসআইজি ওয়েবসাইটে এই স্মার্টফোনের বিষয়ে বিশদে কিছু জানানো হয়নি। রেডমি ১৩সি ৫জি কিছু কিছু দেশে রেডমি ১৩আর ৫জি-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, ১৩সি ৫জি-কে 23124RN87IC মডেল নম্বর সহ চীনা কম্পালসারি সার্টিফিকেশন (3C) সাইটে দেখা গেছে। এটি প্রায় রেডমি ১৩আর ৫জি-এর 23124RN87I মডেল নম্বরের মতো। যদি এই জল্পনা সত্য হয়, তাহলে রেডমি ১৩আর ৫জি মডেলটি রেডমি ১৩সি ৫জি-এর মতো একই স্পেসিফিকেশন অফার করবে।
জানিয়ে রাখি, Redmi 13R 5G MediaTek Dimensity 6100+প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। এর সামনের অংশে টিয়ারড্রপ নচ যুক্ত ডিসপ্লে থাকতে পারে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডি+ রেজোলিউশন অফার করবে। আর হ্যান্ডসেটটির রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ আসতে পারে। তবে এখনও রেডমির তরফে এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, ফলে Redmi 13R 5G-এর স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিতভাবে জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।