Redmi A1 মাত্র 6499 টাকায় ভারতে লঞ্চ হল, 5000mAh ব্যাটারি সহ রয়েছে Android 12 ওএস

আজ অর্থাৎ ৬ই সেপ্টেম্বর Redmi 11 Prime এবং Redmi 11 Prime 5G মডেল দুটির পাশাপাশি Redmi A1 নামের আরেকটি নয়া স্মার্টফোনকেও ভারতে লঞ্চ করলো Xiaomi। এটি হল সংস্থার নতুন A-সিরিজের অধীনে আসা প্রথম এন্ট্রি-লেভেল স্মার্টফোন। এটিকে টেক ফার্মটির বিশেষ ‘দিওয়ালি উইথ এমআই’ (Diwali With Mi) লঞ্চের অংশ হিসাবে ঘোষণা করা হয়েছে। ফিচারের কথা বললে, Redmi A1 ফোনটি HD+ LCD ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট, ৩২ জিবি রম এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এছাড়া এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারিও সমন্বিত থাকছে। সর্বোপরি, Xiaomi -এর বিদ্যমান এন্ট্রি-লেভেল মডেলগুলির তুলনায় এই স্মার্টফোনটি অধিক উন্নত ‘ইউজার এক্সপিরিয়েন্স’ প্রদান করবে বলেও দাবি করা হয়েছে। চলুন সদ্য লঞ্চ হওয়া Redmi A1 -এর দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক এবার।

ভারতে রেডমি এ১ -এর দাম ও লভ্যতা (Redmi A1 Price and Availability in india)

ভারতের বাজারে রেডমি এ১ স্মার্টফোনকে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ যুক্ত একক কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে, যার দাম ৬,৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাপ্যতা সম্পর্কে বললে, এই নয়া হ্যান্ডসেটকে আগামী ৯ই সেপ্টেম্বর ঠিক বিকাল ৪টা নাগাদ থেকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Mi.com), এমআই হোম (Mi Home) স্টোর, ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) এবং যাবতীয় রিটেল স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে। এটিকে লাইট ব্লু, ক্লাসিক ব্ল্যাক বা লাইট গ্রীন কালার বিকপ্লে পাওয়া যাবে।

রেডমি এ১ -এর স্পেসিফিকেশন (Redmi A1 Specifications)

রেডমি এ১ স্মার্টফোনে একটি ৬.৫২-ইঞ্চির এইচডি প্লাস (১৬০০x৭২০ পিক্সেল) LCD ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন ডিউ-ড্রপ নচ স্টাইলের। পারফরম্যান্সের জন্য, উক্ত ডিভাইসে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ২ জিবি LPDDR4x র‍্যাম এবং ৩২ জিবি eMMC 5.1 স্টোরেজ সহ এসেছে৷ তবে নিম্ন-স্তরের হার্ডওয়্যারের সাথে আসার কারণে, হ্যান্ডসেটটি নেয়ার-স্টক অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে এবং সংস্থার নিজস্ব এমআইইউআই (MIUI) কাস্টম স্কিন ছাড়াই আসবে। তাসত্ত্বেও, এই নয়া সংযোজনটি শাওমি আনীত পূর্ববর্তী এন্ট্রি-লেভেল স্মার্টফোনগুলির তুলনায় আরো ভাল ‘অ্যাক্সেস’ অভিজ্ঞতা প্রদান করবে বলে মনে করা হচ্ছে৷

যাইহোক, ফটোগ্রাফির জন্য Redmi A1 স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল- ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সেলফি এবং ভিডিও কলের জন্য ডিভাইসের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শ্যুটার দেওয়া হয়েছে।

অন্যদিকে, কানেক্টিভিটির জন্য এ-সিরিজ অন্তর্গত এই হ্যান্ডসেটে – ডুয়াল-সিম ৪জি, সিঙ্গেল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, GNSS, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট সামিল রয়েছে। পরিশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য Redmi A1 স্মার্টফোনে ১০ ওয়াট চার্জিং সমর্থন সহ একটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সংস্থার দাবি অনুযায়ী, চার্জার অ্যাডাপ্টারটি ফোনের রিটেল বক্সে অন্তর্ভুক্ত থাকবে।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

3 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

3 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

4 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

6 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

6 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

6 hours ago