Redmi a3x indian variant spotted on Google Play console launch imminent

Redmi A3x: পাকিস্তানের পর এবার ভারতে আসছে রেডমির এই ফোন, দাম বিশাল সস্তা!

শাওমি (Xiaomi) সম্প্রতি পাকিস্তানের মার্কেটে Redmi A3x স্মার্টফোনটি উন্মোচন করেছে। অত্যন্ত সাশ্রয়ী মূল্যের এই এন্ট্রি-লেভেল স্মার্টফোনটিকে এখন গুগল প্লে কনসোল (Google Play Console) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে, যা ইঙ্গিত করছে যে প্রতিবেশী দেশের পর এবার এটি ভারতীয় বাজারেও পা রাখতে চলেছে৷ আসুন সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে Redmi A3x সম্পর্কে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।

Redmi A3x ফোনের ভারতীয় সংস্করণকে দেখা গেল Google Play Console ডেটাবেসে

রেডমি এ৩এক্স হ্যান্ডসেটের ভারতীয় মডেল গুগল প্লে কনসোলের প্ল্যাটফর্মে হাজির হয়েছে। এই লিস্টিংটি নিশ্চিত করেছে যে, এটি 24048RN6CI মডেল নম্বর বহন করে। এখানে “I” ভারতীয় ভ্যারিয়েন্টকে নির্দেশ করছে। প্রসঙ্গত, এর গ্লোবাল সংস্করণটির মডেল নম্বর হল 24048RN6CG। যদিও, মডেল নম্বর ছাড়া গুগল প্লে কনসোলের সার্টিফিকেশনটি বাজেট ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে কিছু জানায়নি।

তবে যেহেতু রেডমি এ৩এক্স ইতিমধ্যেই কিছু বাজারে লঞ্চ হয়েছে, তাই এর কোনও বৈশিষ্ট্যই আর অজানা নেই। ডিভাইসটিতে ৬.৭১ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস ৩-এর সুরক্ষা অফার করে। ফোনটিতে ইউনিসক টি৬০৩ প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যা ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। তবে একটি মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ফোনটির স্টোরেজ ১ টিবি পর্যন্ত প্রসারিতও করা যাবে।

ফটোগ্রাফির জন্য, Redmi A3x হ্যান্ডসেটের পিছনে ৮ মেগাপিক্সেলের ডুয়েল এআই (AI) ক্যামেরা সেটআপ এবং সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এই রেডমি ফোনটি ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সহ এসেছে, যা ১৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে এবং নিরাপত্তার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও অডিওর জন্য একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অফার করে। ব্র্যান্ডটি পাকিস্তানে Redmi A3x লঞ্চ করেছে ১৮,৯৯৯ রুপি (প্রায় ৫,৭০০ টাকা), তাই আশা করা যায় যে ভারতীয় বাজারে এর দাম প্রায় ৬,০০০ টাকা হবে৷