Redmi A75 2022: ডুয়েল স্পিকার সহ ৭৫ ইঞ্চির স্মার্ট টিভি আনল রেডমি

রেডমি তাদের স্মার্ট হোম ইকোসিস্টেম যোগ করলো একটি নতুন ডিভাইস। গতকাল (২৯ এপ্রিল) সংস্থাটি আনুষ্ঠানিকভাবে চীনের বাজারে তাদের লেটেস্ট ৭৫ ইঞ্চির স্মার্ট টিভি, Redmi A75…

রেডমি তাদের স্মার্ট হোম ইকোসিস্টেম যোগ করলো একটি নতুন ডিভাইস। গতকাল (২৯ এপ্রিল) সংস্থাটি আনুষ্ঠানিকভাবে চীনের বাজারে তাদের লেটেস্ট ৭৫ ইঞ্চির স্মার্ট টিভি, Redmi A75 2022 উন্মোচন করেছে। এই টিভিটি অল-মেটাল ইউনিবডি ফ্রেম সহ এসেছে। এতে ডুয়েল স্পিকার, ৪ কোর যুক্ত একটি প্রসেসর এবং ৮ জিবি স্টোরেজ রয়েছে। আসুন নতুন এই Redmi A75 2022 স্মার্ট টিভির দাম ও সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

রেডমি এ৭৫ ২০২২-এর দাম ও লভ্যতা (Redmi A75 2022 Price and Availability)

চীনের বাজারে রেডমি এ৭৫ ২০২২-এর দাম রাখা হয়েছে ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৩৯,৩৬০ টাকা)। ই-কমার্স সাইট জেডি.কম (JD.com), শাওমির নিজস্ব অনলাইন ফ্ল্যাগশিপ স্টোর সহ চীনের সমস্ত অফিসিয়াল শাওমি সেলস চ্যানেল জুড়ে আনুষ্ঠানিকভাবে আগামী ৫ মে থেকে এই স্মার্ট টিভির সেল শুরু হবে ৷

রেডমি এ৭৫ ২০২২-এর স্পেসিফিকেশন, ফিচার (Redmi A75 2022 Specifications, Features)

রেডমি এ৭৫ ২০২২ হল ৭৫ ইঞ্চির ৪কে আল্ট্রা এইচডি স্মার্ট টিভি, যার রেজোলিউশন ৩,৮৪০ x ২,১৬০ পিক্সেল। এই ৭৫ ইঞ্চির স্ক্রিনটির চারধারে সরু বেজেল রয়েছে, যা এই টিভিকে ৯৭.৮ শতাংশ হাই স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। এটি ডিভাইসে মাল্টিমিডিয়া কনটেন্ট দেখার সময় ব্যবহারকারীকে এক অভূতপূর্ব অভিজ্ঞতা প্রদান করে। আবার রেডমি এ৭৫ ২০২২ ১০-বিট কালার সাপোর্ট সহ ৭৮ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামটের ওয়াইড রেঞ্জ কভার করে, যা এই টিভিতে আরও বাস্তবসম্মত এবং প্রাকৃতিক রঙ দেখাতে সাহায্য করে।

Redmi A75 2022 স্মার্ট টিভি-এর দাম তুলনামূলকভাবে কম হওয়া সত্ত্বেও এটিতে শক্ত এবং মজবুত অল-মেটাল ইউনিবডি ফ্রেম রয়েছে, যা অল-রাউন্ড প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি অফার করে। টিভিতে দুটি ১০ ওয়াট চালিত স্পিকার সহ একটি স্টেরিও স্পিকার সেটআপ রয়েছে, যা ব্যবহারকারীদের টিভি দেখার অভিজ্ঞতাকে আনন্দদায়ক করতে আরও জোরে এবং পূর্ণ শব্দের অভিজ্ঞতা প্রদান করে।

এছাড়া Redmi A75 2022 স্মার্ট টিভিটি ১.৫ জিবি র‍্যাম এবং ৮ জিবি স্টোরেজ সহ একটি শক্তিশালী ৪-কোর সিপিইউ দ্বারা চালিত। ডিভাইসটি এমআইইউআই টিভি (MIUI TV)-এর লেটেস্ট সংস্করণে চলে, যা ব্যবহারকারীদের শাওমির স্মার্ট হোম ইকোসিস্টেমের সাথে এই নতুন টিভিটিকে সংযোগ করতে দেয়। এটি ব্যবহারকারীদের টিভি থেকে শুধুমাত্র ঘরের আলোর সেটিংস পরিবর্তনই নয়, বরং শাওমির সিকিউরিটি ক্যামেরা সেটিংসও পরিবর্তন করতে দেয়। সবশেষে, Redmi A75 2022 টিভিতে কানেক্টিভিটির জন্য একাধিক পোর্ট দেওয়া হয়েছে। এগুলি হল – দুটি ইউএসবি-এ পোর্ট, 2টি এইচডিএমআই পোর্ট, একটি এভি ইনপুট পোর্ট, একটি নেটওয়ার্ক পোর্ট, একটি অ্যান্টেনা পোর্ট এবং একটি এস/পিডিআইএফ (S/PDIF) পোর্ট৷