Categories: Mobiles

Redmi-র অনন্য নজির, দশ বছরে ১০০ কোটি ফোন বিক্রি

আজ থেকে প্রায় দশ বছর আগে Xiaomi -র হাত ধরে বাজারে আসে Redmi ব্র্যান্ড। যদিও সেই সময়ে কেউ হয়তো ভাবতেই পারেনি যে, এই সাব-ব্র্যান্ডটি সফলতার চূড়া ছোঁবে। আসলে Redmi সম্প্রতি একটা নতুন মাইলস্টোন গড়েছে। Xiaomi সংস্থার প্রেসিডেন্ট ও Redmi ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার লু ওয়েইবিং (Lu Weibing) হালফিলে গর্বের সাথে ঘোষণা করেছেন যে, সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট নিয়ে আসার জন্য খ্যাত তাদের এই সাব-ব্র্যান্ড বিগত এক দশক অর্থাৎ ২০১৩ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ১ বিলিয়ন (১০০ কোটি) ফোন বিক্রি করেছে।

বিগত এক দশকের মধ্যে ১ বিলিয়ন স্মার্টফোন বিক্রির ঘোষণা করলো Redmi

২০১৩ সালের ৩১ জুলাই শাওমির তত্ত্বাবধানে রেডমি -এর যাত্রা শুরু হয়। মূলত, শাওমি প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ রেঞ্জের হ্যান্ডসেট লঞ্চ করার জন্য বিশেষ পরিচিত। কিন্তু একটা নির্দিষ্ট শ্রেণীর ক্রেতাদের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখা মানে, বিক্রয়ের উপর প্রভাব পড়া। যেকারণে সংস্থাটি নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি অবলম্বন করে ‘রেডমি’ নামের একটি নতুন প্রোডাক্ট লাইনের ঘোষণা করে ২০১৩ সালে। কিন্তু তখনও হয়তো শাওমি বুঝতে পারেনি যে, তাদের লঞ্চ করা এই নতুন প্রোডাক্ট লাইনআপ খুবই স্বল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ক্রেতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে। বাজেট / মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে গেম-চেঞ্জারের কাজ করবে।

পরবর্তী সময়ে রেডমি ব্র্যান্ডের গ্রাহক উত্তরোত্তর বাড়তে থাকলে, শাওমি উক্ত ব্র্যান্ডটিকে স্বতন্ত্র পরিচয় দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর যেমন ভাবনা, তেমন কাজ। ২০১৯ সালের ৩রা জানুয়ারি পেরেন্ট সংস্থার তরফ থেকে রেডমি সাব-ব্র্যান্ড হওয়ার তকমা পায়। এমনকি সমগ্র বিশ্ববাসীর কাছে এই খবর চাউর করতে শাওমি, ১০ই জানুয়ারি একটি ব্র্যান্ড লঞ্চ ইভেন্টের আয়োজনও করেছিল।

স্বতন্ত্র ব্র্যান্ডে পরিণত হওয়ার পর রেডমি তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিতে পরিবর্তন নিয়ে আসে। পাশাপাশি বিক্রয় বাড়ানোর লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপও নেয়। শুধু তাই নয়, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ধারাবাহিকভাবে উদ্ভাবনী কাজে নিযুক্ত থাকে এবং প্রোডাক্ট লাইনআপ সম্প্রসারণে অধিক মনোনিবেশও করে। যার ফলস্বরূপ সংস্থাটি আজ ১ বিলিয়ন মোবাইল বিক্রির আনন্দ উদযাপন করতে পারছে।

লু ওয়েইবিং, রেডমি সংস্থার সাফল্য উদযাপনের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। যেখানে গত দশ বছর ধরে উক্ত সংস্থার সাথে জড়িত সাপ্লাই চেইন পার্টনারদের আমন্ত্রণ করা হয়। একই সাথে রেডমির এরূপ সফলতার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কিছু ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তবে এই ইভেন্ট কিন্তু শুধুমাত্র রেডমির বিক্রয় উদযাপনের জন্য বা গত ১০ বছরে সংস্থাটির যাত্রার স্মৃতিচারণ করার জন্য আয়োজন করা হয়নি। বরং শাওমির সাব-ব্র্যান্ডটির বৃদ্ধি ও সাফল্যের অবিচ্ছেদ্য অংশীদারদের সাথে সম্পর্ক আরো গভীর করার জন্য এই ইভেন্ট আয়োজন করা হয়েছিল বলেই স্বীকারোক্তি দিয়েছেন লু ওয়েইবিং।

প্রসঙ্গত, খুব শীঘ্রই লঞ্চের মুখ দেখতে চলেছে Redmi K70 স্মার্টফোন সিরিজ। আসন্ন এই লাইনআপ লঞ্চ-পরবর্তী সময়ে বাজারে ব্যাপক চাহিদা তৈরী করবে বলে আশা রাখছে সংস্থাটি। এক্ষেত্রে সাম্প্রতিক কয়েকটি রিপোর্ট এবং টিপস্টারদের সৌজন্যে খবর পাওয়া যাচ্ছে, উক্ত সিরিজে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০-আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া একাধিক অ্যাডভান্স কনফিগারেশন এবং ফিচারও অফার করবে Redmi K70 সিরিজ।

Subheccha Das Poddar

Recent Posts

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

33 mins ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

1 hour ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

1 hour ago

কেমন হবে iPhone 16 সিরিজের ক্যামেরা? সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস সব ডিটেলস

Apple iPhone 16 সিরিজটি আগামী মাসেই বাজারে পা রাখতে চলেছে। তবে গত কয়েক মাস ধরেই…

1 hour ago

কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে শরীরে ঢুকছে ভাইরাস, ভাইরাল WhatsApp মেসেজের বিষয়ে সতর্ক করল ভারত সরকার

হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ আসা নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই ভুয়ো মেসেজে WhatsApp ব্যবহারকারীদের…

1 hour ago

Shikhar Dhawan: ভারতের অন্যতম সেরা ওপেনারদের তালিকায় নাম লেখা হবে ধাওয়ানের, দেখে নিন‌ তার ক্যারিয়ারের ৫টি সেরা ইনিংস

ভারতীয় সাদা বলের ক্রিকেটে শিখর ধাওয়ান দীর্ঘদিন ধারবাহিকতা বজায় রেখে জাতীয় দলকে সমৃদ্ধ করেছেন।আজ তিনি…

2 hours ago