৭ হাজার টাকা ছাড়ে কিনুন ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬৭ ওয়াট চার্জিংয়ের Redmi K50i 5G

উৎসব-উপলক্ষকে কেন্দ্র করে সেল আয়োজনের পাশাপাশি বছরভর নানারকমের অফারও ঘোষণা করে থাকে ই-কমার্স সাইট Amazon। যেমন এই মুহূর্তে আলোচ্য শপিং সাইটটি গত ২০ই জুলাই লঞ্চ হওয়া Redmi K50i 5G স্মার্টফোনের সাথে নজরকাড়া ডিসকাউন্ট ও অফার দিচ্ছে। যার দরুন, উক্ত হ্যান্ডসেটের উভয় স্টোরেজ ভ্যারিয়েন্টকেই আপনারা ফ্লাট ৭,০০০ টাকা পর্যন্ত ছাড় ও ব্যাঙ্ক কার্ড অফারের সহ সস্তায় পকেট-বন্দি করতে পারবেন। আবার ইএমআই অপশনের সাথে মাসিক ১,১০০ টাকারও কম শোধ করে এই মিড-রেঞ্জের 5G ফোনটি বাড়ি নিয়ে আসা যাবে। চলুন Amazon রেডমির এই ফোনের উপর কি কি অফার দিচ্ছে দেখে নেওয়া যাক।

Amazon থেকে সস্তায় কিনুন Redmi K50i 5G

শাওমি ভারতে রেডমি কে৫০আই ৫জি ফোনকে দুটি ভিন্ন স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করেছিল। যার মধ্যে ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের এমআরপি ৩১,৯৯৯ টাকা। কিন্তু বর্তমানে অ্যামাজন আলোচ্য ভ্যারিয়েন্টটিকে ফ্লাট ১৯% বা ৬,০০০ টাকার ডিসকাউন্ট সহ ২৫,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করেছে। অন্যদিকে, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ আসা টপ-ভ্যারিয়েন্টকেও ১৯% বা ৭,০০০ টাকা ছাড়ের সাথে এখন ২৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। জানিয়ে রাখি উক্ত বিকল্পের আসল মূল্য ৩৫,৯৯৯ টাকা।

ডিসকাউন্ট পাওয়ার পাশাপাশি কিস্তিতে টাকা শোধ করতে চাইলে ৬ জিবি র‍্যাম বিকল্পকে মাসিক ১,২৪২ টাকার স্ট্যান্ডার্ড ইএমআই এবং ১,০৯৯.৮৫ টাকার নো-কস্ট ইএমআইয়ের অধীনে কেনা যাবে। আর ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের জন্য মাসিক ১,৩৮৫ টাকার স্ট্যান্ডার্ড ইএমআই এবং ১,২২৬.৭৭ টাকার নো-কস্ট ইএমআই প্রদান করতে হবে। আবার HSBC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে মিলবে ২৫০ টাকা পর্যন্ত অফ। এছাড়া, ‘Amazon Pay Later’ স্কিমের অধীনেও আপনারা আলোচ্য দুটি স্টোরেজ অপশনকে ক্রয় করতে পারবেন।

Redmi K50i 5G -এর স্পেসিফিকেশন

রেডমি কে৫০আই ৫জি স্মার্টফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪৬০পিক্সেল) LCD ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্টজ সাত-স্তরীয় রিফ্রেশ রেট, ২৭০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২০.৫:৯ এসপেক্ট রেশিও, ৬৫০ নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন এবং এইচডিআর ১০ টেকনোলজি সাপোর্ট করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ অক্টা-কোর প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন পাওয়া যাবে। এতে, ৮ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজ মিলবে। এই ফোনে একটি লিকুইড কুলিং ২.০ প্রযুক্তি রয়েছে, যাতে থার্মাল ম্যানেজমেন্টের জন্য একটি ভেপার কুলিং (ভিসি) চেম্বার বর্তমান।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Redmi K50i 5G ফোনে LED ফ্ল্যাশ লাইট সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – ৬পি লেন্স যুক্ত ৬৪ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল জিডব্লিউ১ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।

কানেক্টিভিটির জন্য এই স্মার্টফোনে – ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.৩, জিপিএস/ এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। আর পাওয়ার ব্যাকআপের জন্য Redmi K50i 5G ফোনে ৫,০৮০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP53 রেটিং প্রাপ্ত। এর পরিমাপ ১৬৩.৬৪x৭৪.২৯x৮.৮৭ মিমি এবং ওজন ২০০ গ্রাম।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

5 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

5 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

6 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

8 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

8 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

9 hours ago