Categories: Mobiles

Redmi K60 Ultra হবে এবছরের গেম চেঞ্জার স্মার্টফোন, লঞ্চের আগেই ‘ফার্স্ট বয়’ এর তকমা Antutu-র

রেডমি খুব শীঘ্রই তাদের জনপ্রিয় পারফরম্যান্স-কেন্দ্রিক K-সিরিজের অধীনে Redmi K60 Ultra স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ফোনটির সম্পর্কে ইতিমধ্যেই বিভিন্ন তথ্য সামনে এসেছে। আজ আবার কোম্পানি জানিয়েছে যে, তাদের এই আসন্ন ফোনটি বিখ্যাত বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম আনটুটু (Antutu)-তে রেকর্ড ব্রেকিং স্কোর অর্জন করেছে। প্রসঙ্গত এর আগে, আনটুটু-এর শীর্ষস্থানটি OnePlus Ace 2 Pro-এর দখলে ছিল, যেটি Snapdragon 8 Gen 2-এর সাথে ১৭,৩৩,৭০৩ পয়েন্ট স্কোর করেছিল। তবে, Redmi K60 Ultra এই স্কোরকে ছাড়িয়ে গেছে। এটি মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ চিপসেট, Dimensity 9200+ ব্যবহার করে অর্জিত হয়েছে, যা পারফরম্যান্সের ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হতে পারে।

AnTuTu-তে Redmi K60 Ultra-এর উচ্চ স্কোর

রেডমি কে৬০ আল্ট্রা-এ ব্যবহৃত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস হল একটি অক্টা কোর চিপসেট যা ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত। এর সর্বাধিক ক্লক স্পিড ৩.৩৫ গিগাহার্টজ এবং এর সাথে আছে ইম্মর্টালিস জি৭১৫ জিপিইউ। রেডমি কে৬০ আল্ট্রা ডিভাইসটি আগামী ১ সেপ্টেম্বর শাওমি ১৩টি প্রো হিসাবে ইউরোপে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। বর্তমানে কোম্পানির চীনা শাখা ঘোষণা করেছে যে, তাদের আসন্ন কে-সিরিজের ফোনটি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক টেস্টে ১৭,৭৪,৭১৪ পয়েন্ট স্কোর করেছে। সুতরাং, কে৬০ আল্ট্রা তাদের চিত্তাকর্ষক কর্মক্ষমতা সহ অন্যান্য ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিকে চ্যালেঞ্জ করবে। যদিও বেঞ্চমার্ক স্কোর সবসময় বাস্তব জীবনের ব্যবহারের নির্দেশক নয়, তবে প্রাথমিক ফলাফল অবশ্যই আশাব্যঞ্জক। সাশ্রয়ী মূল্যে উচ্চ মানের ডিভাইস সরবরাহ করার জন্য শাওমির সুনাম রয়েছে। আর রেডমি কে৬০ আল্ট্রা সেই ঐতিহ্য অনুসরণ করবে বলে আশা করা যায়।

Redmi K60 Ultra এর স্পেসিফিকেশন এবং ফিচার (সম্ভাব্য)

রেডমি কে৬০ আল্ট্রা ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১.৫কে রেজোলিউশন সহ ওলেড স্ক্রিন থাকবে। উল্লেখযোগ্যভাবে, এর গড় ফ্রেম রেট চিত্তাকর্ষকভাবে ১৪৩.৪ এফপিএস পর্যন্ত পৌঁছাতে পারে। আর মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপ দ্বারা চালিত রেডমি কে৬০ আল্ট্রা ব্যবহারকারীদের একটি ব্যতিক্রমী এবং অতুলনীয় অভিজ্ঞতা প্রদান করবে। ফোনটিতে ডেডিকেটেড পিক্সেলওয়ার্কস এক্স৭ (Pixelworks X7) ডিসপ্লে চিপও থাকবে, যা দুর্দান্ত ভিজ্যুয়াল ও গেমিং এক্সপেরিয়েন্স প্রদান করবে। এছাড়াও, এতে থাকা গ্রাউন্ডব্রেকিং ফিউরিয়াস ইঞ্জিন ২.০ মোডটি ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপের সম্ভাব্যতাকে কাজে লাগিয়ে সিপিইউ এবং জিপিইউ-এর পূর্ণ শক্তি প্রকাশ করবে।

Redmi K60 Ultra-এর অসাধারণ পারফরম্যান্সের আরেকটি কারণ হল রেজিং ইঞ্জিন ২.০ এর ব্যবহার। এর পাঁচটি মডিউল সহ আসা এই ইঞ্জিনটি গেমিং অভিজ্ঞতা, এনভায়রনমেন্টাল অ্যাডাপটিবিলিটি, ডায়নামিক ডিসপ্লে, গ্লোবাল এক্সিলারেশন এবং পারফরম্যান্সের শিডিউলিংয়ে বিপ্লব ঘটাবে বলে দাবি করা হয়েছে। তাছাড়া, ইঞ্জিনটি গেমের ব্রাইটনেস ৩৬০ নিট পর্যন্ত বৃদ্ধি করবে।

এছাড়াও, ফোনে থাকা এআই সুপার ভিশন ইঞ্জিন (AI Super Vision Engine), বিভিন্ন বস্তুর ডায়নামিক রেন্ডারিং সক্রিয় করে এবং দৃশ্যের স্যাচুরেশন ও প্রাণবন্ততা বাড়ায়। এই উদ্ভাবনের সাথে যোগ হচ্ছে এমএজিটি আল্ট্রা (MAGT Ultra), যা রিয়েল টাইম লোড মনিটরিং, প্রেডিক্টিভ লোড প্রোজেকশন এবং অপ্টিমাইজ করা পাওয়ার কনসাম্পশন অফার করে, যার ফলে ডিভাইসের ফ্রিকোয়েন্সি স্থিতিশীল হয়।

পাশাপাশি Redmi K60 Ultra এর চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) লিস্টিংটি থেকে জানা গেছে যে, এটি K60 Pro-এর এর ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। খুব শীঘ্রই ফোনটির লঞ্চের তারিখ এবং অন্যান্য বিবরণগুলি সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

10 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago