Categories: Mobiles

ডিজাইন তাক লাগাবে, ল্যাম্বরগিনির সঙ্গে জুটি বেঁধে দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চ করল Redmi

বছর শেষে ল্যাম্বরগিনি (Lamborghini) ফ্যানদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হয়েছে রেডমি। নভেম্বরের শেষে ব্র্যান্ডটি চীনে Redmi K70 সিরিজ লঞ্চ করেছিল। সেসময় কোম্পানি Redmi K70 Pro Automobili Lamborghini Squadra Corse Limited Edition নামে একটি নতুন মডেলের কথা জানায়৷ নাম থেকেই বোঝা যাচ্ছে যে, সেটি রেডমি এবং ল্যাম্বরগিনির মোটরস্পোর্টস বিভাগের পার্টনারশিপের ফসল। টিজার প্রকাশ হওয়ার পর থেকেই রেডমি এবং ল্যাম্বরগিনি – উভয় ব্র্যান্ডের অনুরাগীদের মধ্যেই ফোনটিকে নিয়ে উন্মাদনা সৃষ্টি হয়। অবশেষে আকষর্ণীয় ডিজাইন সহ এই লিমিটেড এডিশন ফোনটি চীনের বাজারে লঞ্চ করেছে রেডমি। চলুন জেনে নিই, কি কি বিশেষত্ব রয়েছে Redmi K70 Pro Automobili Lamborghini Squadra Corse Limited Edition ফোনে।

Redmi K70 Pro Automobili Lamborghini Squadra Corse Limited Edition-এর ডিজাইন ও স্পেসিফিকেশন

রেডমি কে৭০ প্রো অটোমোবিলি ল্যাম্বরগিনি স্কোয়াড্রা কোর্স লিমিটেড এডিশন স্মার্টফোনটিতে একটি স্বতন্ত্র ওয়াই-আকৃতির ক্যামেরা মডিউল এবং কালো কার্বন ফাইবার টেক্সচার সহ মসৃণ ডিজাইন রয়েছে। ল্যাম্বরগিনি এসেনজা এসসিভি১২ (Lamborghini Essenza SCV12) সুপারকার দ্বারা অনুপ্রাণিত এই ডিজাইনটি আকষর্ণীয় গ্রীন এবং ইয়েলো কালার অপশনগুলিতে মিলবে।

বাহ্যিক ডিজাইন ছাড়া, রেডমি কে৭০ প্রো অটোমোবিলি ল্যাম্বরগিনি স্কোয়াড্রা কোর্স লিমিটেড এডিশন স্ট্যান্ডার্ড রেডমি কে৭০ প্রো-এর মতো একই স্পেসিফিকেশন অফার করে। ২কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির টিসিএল সি৮ ওলেড (OLED) ডিসপ্লে আছে এতে৷ যা এইচডিআর১০+ এবং ডলবি ভিশন সাপোর্ট করে এবং এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। ফোনটির ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২x জুম সহ ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করছে৷

পারফরম্যান্সের জন্য, Redmi K70 Pro Automobili Lamborghini Squadra Corse Limited Edition-এ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত, যা সর্বোচ্চ ২৪ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ১ টিবি ইউএফএস ৪ স্টোরেজের সাথে যুক্ত। আরও ভালো কর্মক্ষমতার জন্য, ফোনটিতে ৫,০০০ বর্গ মিলিমিটারের হিট ডিসিপেশন সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi K70 Pro-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক হাইপারওএস (HyperOS) সফ্টওয়্যার স্কিনে রান করে। এছাড়া, ডিভাইসটিতে একটি ইউএসবি-সি পোর্ট, ওয়াই-ফাই ৭, এনএফসি, আইআর (IR) ব্লাস্টার এবং ব্লুটুথ ৫.৪-এর সাপোর্ট মিলবে। পরিশেষে, Redmi K70 Pro উন্নত ইউজার এক্সপেরিয়েন্সের জন্য একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটরের সাথে এসেছে।

Redmi K70 Pro Automobili Lamborghini Squadra Corse Limited Edition-এর মূল্য এবং লভ্যতা

Redmi K70 Pro Automobili Lamborghini Squadra Corse Edition-টি বর্তমানে চীনে ৪,৫৯৯ ইউয়ান (প্রায় ৫৩,৫৭০ টাকা) মূল্যে বিক্রি হচ্ছে। তবে, স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে চীনের বাইরের উপলব্ধ হবে কিনা, সে সম্পর্কে এখনও কোম্পানির তরফে কিছু জানানো হয়নি।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

24 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

31 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

39 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

50 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago