Redmi K70 Pro: ঝকঝকে ছবি উপহার দেবে রেডমির নয়া ফোন, ক্যামেরা ফিচার ফাঁস হয়ে উত্তেজনা বাড়ল

রেডমি গত বছর ডিসেম্বরে তাদের জনপ্রিয় K-সিরিজের বর্তমান প্রজন্মের স্মার্টফোনগুলি লঞ্চ করেছিল। লাইনআপে অন্তর্ভুক্ত ছিল তিনটি মডেল – Redmi K60, Redmi K60 Pro এবং Redmi…

রেডমি গত বছর ডিসেম্বরে তাদের জনপ্রিয় K-সিরিজের বর্তমান প্রজন্মের স্মার্টফোনগুলি লঞ্চ করেছিল। লাইনআপে অন্তর্ভুক্ত ছিল তিনটি মডেল – Redmi K60, Redmi K60 Pro এবং Redmi K60E। সম্প্রতি কোম্পানি তাদের হোম মার্কেট চীনে Redmi K60 Ultra মডেলটি উন্মোচন করেছে। বর্তমানে এই সিরিজের উত্তরসূরি মডেলগুলিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়েছে। আর এখন এক সুপরিচিত চীনা টিপস্টার আসন্ন Redmi K70 Pro-এর কিছু ক্যামেরা স্পেসিফিকেশনের ইঙ্গিত দিয়েছেন। স্মার্টফোনটি শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, তবে কোম্পানির তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। আসুন তার আগেই জেনে নেওয়া যাক Redmi K70 Pro-এর ক্যামেরা সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে।

ফাঁস হল Redmi K70 Pro-এর ক্যামেরা স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন তার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন যে, ম্যানেট (Manet) কোডনেম এবং SM8650 মডেল নম্বর যুক্ত আসন্ন রেডমি ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে। এই ক্যামেরাটিকে ৩.২x অপটিক্যাল জুম ক্ষমতা সহ একটি টেলিফটো সেন্সরের সাথে যুক্ত করা হবে। জানিয়ে রাখি, পরবর্তী প্রজন্মের রেডমি কে-সিরিজে কে৭০ই, কে৭০ এবং কে৭০ প্রো – এই তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এগুলি হল যথাক্রমে ইনগ্রেস (Ingress), ভেরমির (Vermeer) এবং ম্যানেট (Manet)৷

এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে তার ওপর ভিত্তি করে বলা যায়, রেডমি কে৭০ প্রো-এর প্রাইমারি রিয়ার ক্যামেরার জন্য সনি আইএমএক্স৭০৭ সেন্সরটি ব্যবহৃত হতে পারে। উল্লেখযোগ্যভাবে, এই তথ্যটি ডিজিট্যাল চ্যাট স্টেশনের আগের রিপোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেখানে দাবি করা হয়েছে যে, এই নয়া স্মার্টফোনটিতে মেটাল ফ্রেম এবং ৩x ম্যাগনিফিকেশন সহ একটি টেলিফটো লেন্স উপস্থিত থাকবে।

এছাড়া, Redmi K70 Pro-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিন, যা সম্ভবত লঞ্চের পরেই এমআইইউআই ১৫ (MIUI 15)-এ আপগ্রেড করা হবে। হাই-এন্ড প্রো মডেলটিতে Qualcomm-এর আসন্ন Snapdragon 8 Gen 3 প্রসেসরটি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এটি একটি বিশাল ৫,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দ্বারা চালিত হতে পারে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। উল্লেখযোগ্যভাবে, Redmi K70 গ্লোবাল মার্কেটে Poco F6 Pro হিসাবে রিব্র্যান্ড করা হতে পারে।