Redmi K70 সিরিজে থাকবে দুর্ধর্ষ ক্যামেরা, লঞ্চ হওয়ার আগেই ফাঁস হল বড় তথ্য!

Redmi K70 সিরিজ নিঃসন্দেহে এই বছরের অন্যতম বহু প্রতীক্ষিত স্মার্টফোন৷ রেডমির জেনারেল ম্যানেজার, লু ওয়েইবিং, ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে, পারফরম্যান্স, ডিজাইন ও ‘প্রাইস-টু-পারফরম্যান্স’ রেশিওর ক্ষেত্রে…

Redmi K70 সিরিজ নিঃসন্দেহে এই বছরের অন্যতম বহু প্রতীক্ষিত স্মার্টফোন৷ রেডমির জেনারেল ম্যানেজার, লু ওয়েইবিং, ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে, পারফরম্যান্স, ডিজাইন ও ‘প্রাইস-টু-পারফরম্যান্স’ রেশিওর ক্ষেত্রে এই সিরিজের Redmi K70 Pro মডেলটি সেগমেন্টের অন্যান্য মডেলকে ছাড়িয়ে যাবে। সেই ইঙ্গিত দিয়ে এখন এক পরিচিত সূত্র দাবি করেছে, Redmi K70 সিরিজটিতে ফ্ল্যাগশিপ ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে।

Redmi K70 সিরিজে থাকবে ফ্ল্যাগশিপ গ্রেডের ক্যামেরা সেন্সর

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে জানিয়েছেন যে, শাওমি (Xiaomi)-অধীনস্থ ব্র্যান্ডটি নতুন রেডমি কে৭০ সিরিজে আইএমএক্স৯/এলওয়াইটি৮ সেন্সর ব্যবহার করবে। এটি একটি নতুন ফ্ল্যাগশিপ সেন্সর যা ওয়ানপ্লাস ১২ এবং রিয়েলমি জিটি৫ প্রো-এর মতো অন্যান্য প্রিমিয়াম ফোনে ব্যবহৃত হবে।

ওই সেন্সরটি লো-লাইট পারফরম্যান্সে এবং ছবির গুণমানে উল্লেখযোগ্য উন্নতি অফার করবে বলে জানা গেছে। এর পাশাপাশি, রেডমি কে৭০ সিরিজের স্মার্টফোনে একটি পেরিস্কোপ মডিউলও অন্তর্ভুক্ত থাকতে পারে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি রেডমির মার্কেটিং জেনারেল ম্যানেজার, থমাস Redmi K70 সিরিজ সম্পর্কে কিছু উল্লেখযোগ্য তথ্যও প্রকাশ করেছেন।

তিনি বলেছেন যে, স্ট্যান্ডার্ড Redmi K70 মডেলে 1.5K রেজোলিউশনের ডিসপ্লে থাকবে, আর Redmi K70 Pro-তে 2K রেজোলিউশনের ডিসপ্লে থাকবে। উভয় মডেলই Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8 Gen 3 চিপ দ্বারা চালিত হবে। রেডমি এখনও চীনে K70 সিরিজের লঞ্চের তারিখ নিশ্চিত করেনি, তবে আশা করা যায় খুব শীঘ্রই এসম্পর্কে ঘোষণা করা হবে।