Categories: Mobiles

Redmi K70 Ultra-র বড় চমক, থাকতে পারে 24GB র‍্যাম ও বিশাল 1000 জিবি স্টোরেজ

রেডমি তাদের পারফরম্যান্স-কেন্দ্রিক K70 সিরিজে একটি নতুন মডেল যুক্ত করার পরিকল্পনা করছে, যার নাম Redmi K70 Ultra। এটি হবে লাইনআপের চতুর্থ ও সবচেয়ে শক্তিশালী মডেল। ফোনটি ইতিমধ্যেই চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) সাইটের অনুমোদন পেয়েছে এবং এটি গত বছরের আগস্ট মাসে লঞ্চ হওয়া Redmi K60 Ultra ফোনের উত্তরসূরি হিসেবে লঞ্চ হতে চলেছে৷ এখন একটি সূত্র থেকে Redmi K70 Ultra হ্যান্ডসেটের কিছু মূল বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে। আসুন তাহলে আসন্ন আল্ট্রা মডেলটির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই।

ফাঁস হল Redmi K70 Ultra ফোনের স্পেসিফিকেশন

এক চীনা টিপস্টারের ওয়েইবো (মাইক্রোব্লগিং সাইট) পোস্ট অনুসারে, রেডমি কে৭০ আল্ট্রা ফোনে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেটটি থাকবে। প্রসঙ্গত, গত বছর নভেম্বরে লঞ্চ হওয়া রেডমি কে৭০ প্রো ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটের সাথে এসেছে। আল্ট্রা মডেলটিতে একটি স্বাধীন এক্স৭ ডিসপ্লে চিপও থাকবে বলে জানা গেছে, যেটি এর পূর্বসূরি রেডমি কে৬০ আল্ট্রা ফোনেও রয়েছে। গত মাসে, আরেক ওয়েইবো টিপস্টারও আল্ট্রা মডেলে একটি স্বাধীন ডিসপ্লে চিপ ব্যবহারের কথা উল্লেখ করেছিলেন। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, হ্যান্ডসেটটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে এবং ফোনটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আগের রিপোর্ট অনুযায়ী, রেডমি কে৭০ আল্ট্রা বিশাল ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করতে পারে। এই রেডমি হ্যান্ডসেটে ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেটের ওলেড (OLED) প্যানেল থাকবে, যা একটি ধাতব মিড ফ্রেম দ্বারা বেষ্টিত হবে। এই রেডমি ফোনের রিয়ার প্যানেলটি কাঁচ দিয়ে তৈরি করা হবে।

ক্যামেরার ক্ষেত্রে, Redmi K70 Ultra ফোনের রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের লাইট হান্টার ৮০০ (OVX8000) প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি অতিরিক্ত ২ মেগাপিক্সেলের সেন্সর (সম্ভবত একটি ডেপ্থ সেন্সর) অন্তর্ভুক্ত থাকবে। আরও ভাল ইমেজ প্রসেসিংয়ের জন্য ক্যামেরাগুলিকে লাইকা (Leica) দ্বারা টিউন করাও হতে পারে। প্রধান সেন্সরটি (লাইট হান্টার 800) ১/১.৫৫ ইঞ্চির হবে এবং ১৩.২ ইভি-এর একটি নেটিভ ডাইনামিক রেঞ্জ অফার করবে।

জানিয়ে রাখি, Redmi K70 Pro ফোনটি সর্বপ্রথম লাইট হান্টার ৮০০ সেন্সরটি বাজারে এনেছে, যা কোম্পানির সম্প্রতি লঞ্চ হওয়া ক্যামেরা-ফোকাসড স্মার্টফোন Xiaomi Civi 4 Pro তেও ব্যবহৃত হয়। গত মাসে 2407FRK8EC মডেল নম্বর সহ একটি শাওমি ডিভাইস ৩সি (3C) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা স্পেসিফিকেশনের ওপর ভিত্তি করে Redmi K70 Ultra হবে বলে আশা করা হচ্ছে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

21 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

28 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

37 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

48 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago