Mobiles

Redmi K70 Ultra: বাজার কাঁপিয়ে লঞ্চ হল রেডমির সেরা স্মার্টফোন, ফিচার্স চমকে দেবে

শাওমি অবশেষে বহুল প্রত্যাশিত রেডমি কে৭০ আল্ট্রা ফোনটি লঞ্চ করেছে। এটি কোম্পানির বাজেট সাব-ব্র্যান্ডের লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন, যা শীর্ষস্থানীয় স্পেসিফিকেশন ও ফিচার অফার করে। রেডমি কে৭০ আল্ট্রা চ্যাম্পিয়ন এডিশনটি গতকাল উন্মোচন করা হয়েছিল। আর এখন বেস মডেলটিও মার্কেটে পা রেখেছে। আসুন রেডমি কে৭০ আল্ট্রা ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

রেডমি কে৭০ আল্ট্রা ফোনের ডিজাইন

রেডমি কে৭০ আল্ট্রা ফোনটি হাই-এন্ড স্পেসিফিকেশন এবং একটি প্রিমিয়াম ডিজাইন সহ এসেছে। পিছনের দিকে কার্ভড এজ সহ একটি ফ্ল্যাট কাচের প্যানেল রয়েছে। এটিতে একটি বড় ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যেখানে তিনটি ইমেজ সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ মডিউল রয়েছে। প্রিমিয়াম অনুভূতির জন্য এতে একটি ধাতব ফ্রেম থাকবে। রেডমি জল এবং ধুলো প্রতিরোধের জন্য কে৭০ আল্ট্রা মডেলে আইপি৬৮ রেটিং প্রাপ্ত চ্যাসিস রয়েছে৷ ফোনটির পরিমাপ ১৬০.৩৮ x ৭৫.১৪ x ৮.৩৯ মিলিমিটার এবং ওজন ২১১ গ্রাম।

রেডমি কে৭০ আল্ট্রা ফোনের স্পেসিফিকেশন

রেডমি কে৭০ আল্ট্রার সামনে লম্বা ৬.৬৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে (টিসিএল-এর সাথে কো-ডেভেলপ করা) রয়েছে, যা ১.৫কে রেজোলিউশন, এইচডিআর১০+, ডলবি ভিশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৪৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৪,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। রেডমি কে৭০ আল্ট্রা ফোনের স্ক্রিনটি হল কেন্দ্রীভূত পাঞ্চ হোল কাটআউট সহ একটি ফ্ল্যাট প্যানেল। শাওমি ৩,৮৪০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং সহ কম আলোতে ইন্ডাস্ট্রি লিডিং আই প্রোটেকশন অফার করে।

রেডমি কে৭০ আল্ট্রা মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট দ্বারা চালিত, যা ৪ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে। শাওমি এই চিপটিকে তাদের নিজস্ব পেঙ্গপাই টি১ সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপের সাথে যুক্ত করেছে।এটি ওয়াইফাই পারফরম্যান্স ১২% বৃদ্ধি, জিপিএস পারফরম্যান্স ২০% উন্নতি এবং ৫জি ওয়াইফাই সিগন্যাল শক্তিতে উল্লেখযোগ্য ৫৮% বৃদ্ধি প্রদানের প্রতিশ্রুতি দেয়।

রেডমি কে৭০ আল্ট্রা ফাস্ট চার্জ করার জন্য একটি সার্জ পি২ চিপসেট, পাওয়ার ম্যানেজমেন্টের জন্য জি১ এবং একটি ডি১ চিপ অফার করে, যা স্বাধীন ডিসপ্লে প্রসেসর হিসাবে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য, বিশাল ৫,৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে ফোনটি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ রেডমি কে৭০ আল্ট্রা একাধিক স্টোরেজ কনফিগারেশন সহ এসেছে – ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ, এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।

ফটোগ্রাফির জন্য, রেডমি কে৭০ আল্ট্রা ফোনের পিছনে তিনটি ইমেজ সেন্সর এবং সামনে একটি সেলফি ক্যামেরা অবস্থান করছে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯০৬ প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ২০ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। রেডমি কে৭০ আল্ট্রার অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল সিম সাপোর্ট, এনএফসি এবং অ্যান্ড্রয়েড ওএস ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিন।

রেডমি কে৭০ আল্ট্রা ফোনে মূল্য এবং লভ্যতা

শাওমি একাধিক কালার অপশনে রেডমি কে৭০ আল্ট্রা লঞ্চ করেছে, এগুলি হল ইঙ্ক ফেদার ব্ল্যাক, ক্লিয়ার স্নো হোয়াইট এবং আইস ব্লু। চীনা বাজারে ডিভাইসটি একাধিক স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে।

১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ২,৫৯৯ ইউয়ান (প্রায় ২৯,৯৫০ টাকা)

১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ২,৮৯৯ ইউয়ান (প্রায় ৩৩,৪০০ টাকা)

১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৩,১৯৯ ইউয়ান (প্রায় ৩৬,৮৪০ টাকা)

১৬ জিবি র‍্যাম + ১ টিবি – ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪১,৪৫০ টাকা)

এছাড়াও, একটি ২৪ জিবি + ১ টিবি ভ্যারিয়েন্ট রয়েছে, যার দাম ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৬,০৫০ টাকা), কিন্তু এটি শুধুমাত্র রেডমি কে৭০ আল্ট্রা চ্যাম্পিয়ন এডিশনের জন্য। এটি একটি বিশেষ সংস্করণ, যা লাক্সারি গাড়ি নির্মাতা ল্যাম্বরগিনির সাথে যৌথভাবে ডিজাইন করা হয়েছে। ফোনটি গ্লোবাল মার্কেটে আসবে কিনা এখনও জানা যায়নি।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

23 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

30 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

38 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

49 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago