বাজারে সবচেয়ে ফাস্ট মিড-রেঞ্জ স্মার্টফোন এটাই, নাম শুনলেই বলবেন একবারও মাথায় আসেনি

নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই আনটুটু (AnTuTu) ডিসেম্বরের টপ-পারফর্মিং দশটি মিড-রেঞ্জ স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে...
Ananya Sarkar 3 Jan 2024 6:10 PM IST

নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই আনটুটু (AnTuTu) ডিসেম্বরের টপ-পারফর্মিং দশটি মিড-রেঞ্জ স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে ও এই র‍্যাঙ্কিংয়ে একটি নতুন ফোন শীর্ষস্থান দখল করে নিয়েছে। মাসখানেক আগে লঞ্চ হওয়া শাওমি (Xiaomi)-এর মিড-রেঞ্জ Redmi K70E ফোনটি প্রথম স্থানে রয়েছে। যে বৈশিষ্ট্যটি ফোনটিকে তার প্রতিযোগীদের থেকে আলাদা করেছে, তা হল শক্তিশালী MediaTek Dimensity 8300 চিপ, যা কিছু ফ্ল্যাগশিপ মডেলের সমান পারফরম্যান্স প্রদান করে। এই স্ন্যাপড্রাগন প্রসেসর চালিত রেডমি ফোনটি নিস্তেজ মিড-রেঞ্জের মার্কেটে একটি নতুন তরঙ্গ নিয়ে এসেছে। ডিসেম্বর মাসের জন্য আনটুটু-এর সেরা দশটি বেস্ট-পারফর্মিং মিড-রেঞ্জ স্মার্টফোনের তালিকায় কোন কোন ডিভাইস জায়গা করে নিয়েছে, আসুন দেখে নেওয়া যাক।

AnTuTu-এর সেরা দশ মিড-রেঞ্জ স্মার্টফোনের তালিকা (ডিসেম্বর, ২০২৩):

১. Redmi K70E, MediaTek Dimensity 8300-Ultra প্রসেসর, ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ - ১৪,১৩,৪২৮ পয়েন্ট

২. Realme GT Neo 5 SE, Qualcomm Snapdragon 7+ Gen 2 প্রসেসর, ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ - ১১,৭১,০৭৭ পয়েন্ট

৩. Redmi Note 12 Turbo, Qualcomm Snapdragon 7+ Gen 2 প্রসেসর ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ - ১১,৫৮,১৪৭ পয়েন্ট

৪. Oppo Reno 11 5G, MediaTek Dimensity 8200 চিপসেট, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - ১০,০৪,৮০৩ পয়েন্ট

৫. iQOO Z8, MediaTek Dimensity 8200 প্রসেসর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৯,৬২,৫২৬ পয়েন্ট

৬. iQOO Neo 7SE, MediaTek Dimensity 8200 চিপ, ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ - ৯,৫১,৯০২ পয়েন্ট

৭. Vivo S17 Pro, MediaTek Dimensity 8200 প্রসেসর, ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ - ৯,৫০,২০৮ পয়েন্ট

৮. Vivo S18, Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট, ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ - ৯,২৫,১৫৩ পয়েন্ট

৯. Redmi Note 12T Pro, MediaTek Dimensity 8200-Ultra চিপসেট, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - ৮,৯৭,৭৫০ পয়েন্ট

১০. Redmi K60E, MediaTek Dimensity 8200 প্রসেসর, ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ - ৮,৯৪,৮৭৯ পয়েন্ট

জানিয়ে রাখি, এই তালিকাটি ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত অ্যান্ড্রয়েড মিড-রেঞ্জ স্মার্টফোনের জন্য আনটুটু বেঞ্চমার্ক স্কোরের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রতিটি ফোনের জন্য গড় স্কোর সারা বিশ্বের ডেটার ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।

সম্প্রতি লঞ্চ হওয়া Redmi K70E ১৪,১৩,৪২৮ পয়েন্টের অসাধারণ স্কোর নিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান অধিকার করেছে। এটি দ্বিতীয় স্থানাধিকারী Realme GT Neo 5 SE-এর তুলনায় প্রায় ২,৫০,০০০ পয়েন্ট এগিয়ে রয়েছে। উল্লেখ্য, ডিসেম্বরের আনটুটু র‍্যাঙ্কিং Dimensity 8300 দ্বারা অফার করা উল্লেখযোগ্য পারফরম্যান্স বৃদ্ধিকে হাইলাইট করে। Xiaomi Civi 4 এবং Poco X6 Pro-এর মতো বেশ কিছু হ্যান্ডসেট Dimensity 8300 প্রসেসরের সাথে বাজারে আসতে চলেছে, তাই আগামী মাসগুলিতে লিডারবোর্ডে অনেক নতুন ডিভাইসকে দেখা যাবে বলে আশা করা যায়।

Show Full Article
Next Story