Categories: Mobiles

Redmi K80 Pro হবে রেডমির প্রথম আল্ট্রাসনিক ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের প্রথম ফোন

২০২৪ সালের শেষ কোয়ার্টারে একগুচ্ছ ফ্ল্যাগশিপ মোবাইল লঞ্চের খবর আমাদের কানে এসেছে। যেমন Xiaomi অক্টোবর মাসে পরবর্তী প্রজন্মের Xiaomi 15 এবং 15 Pro ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, এগুলি নয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেটের সাথে আসবে। অন্যদিকে টেক জায়ান্টটির সাব-ব্র্যান্ড Redmi -ও সমান তালে ডিভাইস লঞ্চের কাজ চালিয়ে যাবে এই সময়ে। সংস্থাটি সম্ভবত নভেম্বর নাগাদ চীনের বাজারে নতুন Redmi K80 সিরিজ উন্মোচন করবে। হালফিলে সিরিজের উচ্চতর মডেল Redmi K80 Pro সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। আবার এখন এক টিপস্টারের দৌলতে এর মুখ্য ফিচার সংক্রান্ত আরো কিছু নয়া বিবরণ সামনে এলো। ডিভাইসটি আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে লঞ্চ হতে পারে।

Redmi K80 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার এক্সপিরিয়েন্স মোর (Experience More) -এর দাবি অনুসারে, Redmi K80 Pro ফোনে নিরাপত্তার জন্য আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। জানিয়ে রাখি, সংস্থাটি তাদের প্রত্যেকটি বিদ্যমান হ্যান্ডসেটকে অপটিক্যাল-টাইপ আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথেই লঞ্চ করেছে। ফলে এই তথ্য সত্যি হলে এই প্রথম কোনো রেডমি হ্যান্ডসেটে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাপোর্ট পাওয়া যাবে।

টিপস্টার আরও জানিয়েছেন যে, আসন্ন মডেলের রিয়ার প্যানেলে একটি টেলিফটো ক্যামেরা উপস্থিত থাকবে যা ৩এক্স পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করবে। তুলনার খাতিরে জানিয়ে রাখি, পূর্বসূরি মডেলের টেলিফটো ক্যামেরা মাত্র ২এক্স অপটিক্যাল জুমের সুবিধা অফার করে। অতএব উত্তরসূরির ক্যামেরায় বড়সড় আপগ্রেড নজরে পড়বে।

প্রসঙ্গত পূর্বে প্রকাশিত কয়েকটি রিপোর্টে, Redmi K80 Pro ফোনে ২কে রেজোলিউশন সমর্থিত একটি ফ্ল্যাট OLED টাচ প্যানেল থাকবে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি মনে করা হচ্ছে, ডিভাইসটি কোয়ালকমের নয়া স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ লঞ্চ হবে।

উল্লেখিত তথ্যগুলি ছাড়া মোবাইলটির ফিচার সম্পর্কে আর কিছু জানা যায়নি।

তবে কানাঘুষো শোনা যাচ্ছে, Redmi K80 সিরিজ পূর্বসূরির তুলনায় সম্পূর্ণ নতুন রিয়ার ডিজাইনের সাথে আসবে। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড Redmi K80 এবং টপ-এন্ড K80 Pro উভয়ই গ্লাস ব্যাক ডিজাইন অফার করবে হয়তো।

দামের কথা বললে, যেহেতু আসন্ন মডেলটি কোয়ালকমের লেটেস্ট প্রসেসর দ্বারা চালিত হবে এবং কয়েকটি উল্লেখযোগ্য আপগ্রেড অফার করবে সেহেতু বর্ধিত বিক্রয় মূল্যের সাথে লঞ্চ হওয়ার সম্ভাবনা ব্যাপক। এক্ষেত্রে পূর্বসূরি Redmi K70 Pro গত বছর ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৮,৬০০ টাকা) দামের সাথে আত্মপ্রকাশ করেছিল। ফলে আপকামিং Redmi K80 Pro ফোনের প্রারম্ভিক মূল্য প্রায় ৩,৭৯৯ ইউয়ান (প্রায় ৪৪,৪০০ টাকা) -এর কাছাকাছি রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Subheccha Das Poddar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

8 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

53 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago