Categories: Mobiles

অপেক্ষার অবসান! দুই বছরের পুরনো Redmi ফোনে Android 13 ও MIUI 14 আপডেট চলে এল

সম্প্রতি Redmi Note 12 Pro 5G এবং Redmi Note 12 Pro Plus 5G এর জন্য শাওমি (Xiaomi) তাদের লেটেস্ট MIUI 14 সফ্টওয়্যার আপডেট রোলআউট করেছে। যা নতুন উইজেট এবং কুইক অ্যাপ লঞ্চের জন্য সাপোর্ট প্রদান করার পাশাপাশি সামগ্রিকভাবে ফোনের ব্যাটারির লাইফও উন্নত করেছে। আর এখন, ভারতে বছর দু’য়েক আগে লঞ্চ হওয়া Redmi Note 10S-এর জন্য MIUI 14 আপডেট রিলিজ করেছে। যা অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম বেসড।

Redmi Note 10S পেল Android 13 ভিত্তিক MIUI 14 আপডেট

এমআইইউআই ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানিয়েছে যে, রেডমি নোট ১০এস এমআইইউআই ১৪ (MIUI 14) সফ্টওয়্যার আপডেট রোলআউট করা হবে। আপডেটটি V14.0.2.0.TKLINXM ফার্মওয়্যার সংস্করণ বহন করে এবং এর আকার ৩.২ জিবি। নোট ১০এস-এর জন্য সদ্য প্রকাশিত এমআইইউআই ১৪ সফ্টওয়্যার আপডেটটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে এবং এতে মার্চ, ২০২৩-এর অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচও রয়েছে। এছাড়াও চেঞ্জলগ অনুসারে, নতুন সফ্টওয়্যার আপডেটের সাথে সেটিংসে সার্চ ফাংশনালিটি আরও উন্নত হবে। আসুন নতুন সফ্টওয়্যার আপডেটের চেঞ্জলগগুলি দেখে নেওয়া যাক।

Redmi Note 10S-এ MIUI 14 আপডেটের চেঞ্জলগ

সিস্টেম –

  • অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে স্ট্যাবল এমআইইউআই ১৪ আপডেটটি এসেছে।
  • মার্চ, ২০২৩-এ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপডেট করা হয়েছে এবং সিস্টেমের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। অন্যান্য ফিচার ও উন্নতি –
  • নতুন আপডেটে সেটিংস সার্চের প্রক্রিয়া আরও উন্নত করা হয়েছে। সার্চ হিস্টোরি এবং রেজাল্টের শ্রেণীবিভাগের সাথে, সবকিছু এতে অনেক বেশি আকর্ষণীয় দেখায়।

Redmi Note 10S-এর স্পেসিফিকেশন এবং ফিচার

২০২১ সালের মে মাসে লঞ্চ হওয়া Redmi Note 10S-এ ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, কর্নিং গরিলা গ্লাস ৩-এর সুরক্ষা এবং ৪০৯ পিপিআই পিক্সেল ঘনত্ব অফার করে৷ ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৫ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যা মালি-জি৭৬ এমসি৪ জিপিইউ-এর সাথে যুক্ত রয়েছে। Note 10S-এ সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যায়।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 10S-এ একটি কোয়াড-ক্যামেরা সেটআপ রয়েছে। ক্যামেরা মডিউলটিতে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স অবস্থান করছে৷ আর ফোনের সামনের দিকে, এফ/২.৫ অ্যাপারচার সহ একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 10S শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এই রেডমি ফোনটি একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এসি, ব্লুটুথ ভি৫.১, জিপিএস, এফএম রেডিও, একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ৪জি ভিওএলটিই এবং একটি স্টেরিও স্পিকার সেটআপ অফার করে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

26 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

33 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

42 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

53 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago