পাকাপাকি ভাবে দাম কমলো Redmi Note 11 ও Redmi Note 11s ফোনের, এত কমে এই প্রথম কেনার সুযোগ

ভারতীয় স্মার্টফোন বাজারে চীনা প্রযুক্তি কোম্পানি Xiaomi-র রমরমার কথা কমবেশি সকলেরই জানা। দীর্ঘদিন ধরে একের পর এক ফিচারে ঠাসা স্মার্টফোন লঞ্চ করে সংস্থাটি ইউজারমহলে বিশেষ জনপ্রিয়তা অর্জন করার পাশাপাশি এদেশের মার্কেটেও পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। সেক্ষেত্রে আপনি যদি Xiaomi-র একজন লয়্যাল কাস্টমার হন, এবং কোম্পানিটির কোনো ধামাকাদার হ্যান্ডসেট অত্যন্ত সস্তায় কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে ব্যাপারটা হল, Xiaomi সম্প্রতি দুটি Redmi স্মার্টফোনের দাম পাকাপাকিভাবে বেশ খানিকটা কমিয়েছে। ফলে ফোন দুটি সাশ্রয়ী মূল্যে কিনতে হলে ইউজারদের তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই; ভবিষ্যতে সবসময়ই হ্যান্ডসেট দুটিকে কম দামে কেনার সুযোগ পাবেন ক্রেতারা। খুব স্বাভাবিকভাবেই চীনা কোম্পানিটির বিশেষ অনুরাগীদের কাছে এটা যে এক দারুণ সুসংবাদ, সেকথা বলাই বাহুল্য।

Redmi Note 11 এবং Redmi Note 11s-এর দাম কমালো Xiaomi

প্রসঙ্গত জানিয়ে রাখি, সম্প্রতি শাওমি যে স্মার্টফোনগুলির দাম পাকাপাকিভাবে কমানোর কথা ঘোষণা করেছে, সেগুলি হল Redmi Note 11 এবং Redmi Note 11s। এই দুটি মডেলের দাম পাকাপাকিভাবে ১,৫০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। উল্লেখ্য যে, চলতি বছরের শুরুর দিকে ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 11 এবং Redmi Note 11s। প্রাথমিকভাবে ডিভাইস দুটির বেস ভ্যারিয়েন্টের দাম ছিল যথাক্রমে ১৩,৪৯৯ টাকা এবং ১৬,৪৯৯ টাকা। তবে ইদানীংকালে সংস্থার তরফে দাম কমানোর ফলে ক্রেতারা যথাক্রমে ১২,৯৯৯ টাকা এবং ১৫,৯৯৯ টাকায় এই স্মার্টফোনগুলিকে পকেটস্থ করতে সক্ষম হবেন। সবচেয়ে বড়ো কথা হল, হ্যান্ডসেট দুটির সমস্ত ভ্যারিয়েন্টের দামই বেশ কিছুটা কমেছে। চলুন, আগামী দিনে Redmi Note 11 এবং Redmi Note 11s-এর কোন ভ্যারিরেন্ট কিনতে হলে ক্রেতাদের কত টাকা খরচ করতে হবে, সে সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

  • Redmi Note 11 (৪ জিবি + ৬৪ জিবি) – ১২,৯৯৯ টাকা (৫০০ টাকা মূল্য হ্রাসের পর)
  • Redmi Note 11 (৬ জিবি + ৬৪ জিবি) – ১৩,৪৯৯ টাকা (৫০০ টাকা দাম কমার পর)
  • Redmi Note 11 (৬ জিবি + ১২৮ জিবি) – ১৪,৪৯৯ টাকা (৫০০ টাকা দাম কমার পর)
  • Redmi Note 11S (৬ জিবি + ৬৪ জিবি) – ১৫,৯৯৯ টাকা (আগের থেকে ৫০০ টাকা দাম কমেছে)
  • Redmi Note 11S (৬ জিবি + ১২৮ জিবি) – ১৫,৯৯৯ টাকা (১,৫০০ টাকা দাম কমার পর)
  • Redmi Note 11S (৮ জিবি + ১২৮ জিবি) – ১৬,৯৯৯ টাকা (১,৫০০ টাকা মূল্য হ্রাসের পর)

আকর্ষণীয় ব্যাংক এবং এক্সচেঞ্জ অফারের দৌলতে আরও সস্তায় কেনা যাবে Redmi Note 11 এবং Redmi Note 11s

আপনাদেরকে জানিয়ে রাখি, সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া Flipkart এবং Amazon-এ ঢুঁ মারলেও আলোচ্য ডিভাইসগুলির নতুন দাম দেখতে পাবেন ক্রেতারা। সবচেয়ে আনন্দের বিষয় হল, উপরিউক্ত ফোনগুলিতে আকর্ষণীয় ব্যাংক এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা উপলব্ধ রয়েছে, যার ফলে হ্যান্ডসেটগুলিকে আরও খানিকটা কম দামে কেনা যাবে। প্রসঙ্গত বলে রাখি, এই 4G ডিভাইসগুলিতে শক্তিশালী প্রসেসর এবং দুর্দান্ত ক্যামেরা সেটআপ বিদ্যমান। সেইসাথে স্মার্টফোনগুলিতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির দমদার ব্যাটারিরও দেখা মিলবে।