সবচেয়ে বেশি বিক্রি হওয়া AMOLED ডিসপ্লে ফোনের উপর বাম্পার ছাড়, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

জনপ্রিয় শপিং প্ল্যাটফর্ম Amazon তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যমোলেড (AMOLED) ডিসপ্লে ফোনের নাম সামনে এল। পাশাপাশি...
Julai Modal 6 Nov 2022 9:36 PM IST

জনপ্রিয় শপিং প্ল্যাটফর্ম Amazon তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যমোলেড (AMOLED) ডিসপ্লে ফোনের নাম সামনে এল। পাশাপাশি বিক্রি আরও বাড়াতে তারা এই ফোন কে আজ ডিল অফ দা ডে বিভাগে অন্তর্ভুক্ত করেছে। আমরা যে ফোনটির বিষয়ে কথা বলছি, তার নাম Redmi Note 11 । কাউন্টারপয়েন্টও তাদের রিপোর্টে বলেছে, হাই বাজেট রেঞ্জে অ্যামোলেড ডিসপ্লের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনটি হল এটাই। দুর্দান্ত ডিসপ্লের সাথে এই ফোনে নজরকাড়া ফিচারও রয়েছে।

রেডমি নোট ১১ ফোনের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে উপলব্ধ। এগুলি হল ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ। এর মধ্যে বেস মডেলটি ১৭,৯৯৯ টাকার (এমআরপি) বদলে ১৩,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রিমিয়াম মডেলটি ১৯,৯৯৯ টাকার পরিবর্তে ১৫,৯৯৯ টাকায় কেনা যাবে।

এর পাশাপাশি অ্যামাজনে এইচএসবিসি ক্যাশব্যাক কার্ডের মাধ্যমে অতিরিক্ত ডিসকাউন্ট আদায় করে নেওয়া যাবে। সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার ও ফ্রি ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা।

Redmi Note 11 ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট ১১ ফোনে আছে ৬.৪৩ ইঞ্চি এইচডি প্লাস রেজোলিউশন ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Redmi Note 11 ফোনের পিছনে চারটি ক্যামেরা সেন্সর বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ও ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story