অ্যান্ড্রয়েডের থেকে আজও পিছিয়ে Apple, টেক্কা দিতে ব্যর্থ আসন্ন iPhone 15 সিরিজও, কোন ফিচারের কথা বলছি

আসন্ন Apple iPhone 15 সিরিজ বাজারে আসতে এখনও মাস দুয়েক সময় বাকি রয়েছে। তবে লঞ্চের সময় যত এগিয়ে আসছে ততই এই লাইনআপের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিকে নিয়ে জল্পনার পারদ চড়ছে। ইতিমধ্যেই ডিভাইসগুলির ডিসপ্লে, ডিজাইন সম্পর্কে বহু তথ্য সামনে এসেছে। আর এখন শোনা যাচ্ছে, পরবর্তী ফ্ল্যাগশিপ আইফোন মডেলগুলিতে দুর্দান্ত চার্জিং গতি সাপোর্ট করার সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে, অ্যাপলের ব্যাটারি প্রযুক্তিতে একটি বড় আপগ্রেডের ফলে iPhone 15 সিরিজটি একটি স্ট্যাকড ব্যাটারির সাথে আসবে। যা ব্যাটারির আয়ু বাড়াবে এবং দ্রুততর ৪০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের জন্য উপযুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

Apple iPhone 15 সিরিজে 40W ফাস্ট চার্জিং সাপোর্ট

বর্তমান প্রজন্মের আইফোন ১৪-এর সর্বোচ্চ চার্জিং গতি ৩০ ওয়াট, তাই পরবর্তী প্রজন্মের হ্যান্ডসেটগুলিতে ৪০ ওয়াট চার্জিং গতি সাপোর্ট করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে। এক টিপস্টারের দালি, আইফোন ১৫-এর ওয়্যার্ড চার্জিং গতি ৪০ ওয়াটে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এর ওয়্যারলেস চার্জিং স্পিড ম্যাগসেফ (MagSafe)-এর মাধ্যমে সর্বোচ্চ ২০ ওয়াটে পৌঁছাতে পারে। তবে এই নতুন প্রযুক্তি যে আইফোন ১৫-এর সাথেই আসবে তার কোনও নিশ্চয়তা নেই। কারণ কিছু সূত্র দাবি করেছে যে, এই প্রযুক্তিটিকে আগামী বছর লঞ্চ হতে চলা আইফোন ১৬-এর সাথে যুক্ত করা হবে। আবার এটিও অনুমান করা হচ্ছে যে, ইউএসবি-সি পোর্টের ব্যবহার অ্যাপলের পরবর্তী প্রজন্মের আইফোনগুলির চার্জিং গতি বৃদ্ধি পাওয়ার একটি অন্যতম কারণ।

তবে এটা স্পষ্ট যে, iPhone 15-এর চার্জিং গতির সম্ভাব্য অগ্রগতির জন্য আরও বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে একটি হল এর স্ট্যাকড ব্যাটারি, যা চার্জিংয়ের সময় ফোনগুলি অতিরিক্ত উত্তপ্ত হয়ে যাওয়ার সমস্যার নিবারণ করতে পারে। তবে, ৪০ ওয়াট চার্জিং Apple iPhone সিরিজের জন্য একটি আপগ্রেডেড চার্জিং স্পিড হলেও, এটি বর্তমানে অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহৃত ১০০ ওয়াটের ওপরের চার্জিং গতির গোল্ড স্ট্যান্ডার্ড থেকে এখনও অনেকটাই পিছিয়ে।

জানিয়ে রাখি, অ্যাপল সাধারণত তাদের আইফোনগুলি প্রতিবছর সেপ্টেম্বর মাস নাগাদ বাজারে লঞ্চ করে। কিন্তু সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে iPhone 15 সিরিজের লঞ্চ ইভেন্টটি কয়েক সপ্তাহ পিছিয়ে অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেনি অ্যাপল।