R15 এর কথা ভুলেই যাবেন, দেশে নতুন স্পোর্টস বাইক R7 আনছে Yamaha, বুকিং শুরু

বর্তমানে ভারতে বড় ইঞ্জিনের প্রিমিয়াম মোটরসাইকেলের সম্ভার বাড়াতে মননিবেশ করেছে ইয়ামাহা (Yamaha)। জাপানি সংস্থাটি এদেশে তাদের কয়েকটি নির্দিষ্ট ডিলারে ৭০০ সিসি টুইন বাইকের প্রদর্শন করেছে। এগুলি হল – Yamaha MT-07 ও YZF R7। ইতিমধ্যেই মোটরসাইকেল দুটির আনঅফিসিয়াল বুকিং গ্রহণ শুরু করেছে কয়েকটি ডিলার।

Yamaha MT-07 ও YZF R7 : ইঞ্জিন

প্রতিটি বাইক বুকিংয়ের জন্য ১০,০০০ থেকে ২০,০০০ টাকা লাগছে। সব ঠিকঠাক চললে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে মডেল দুটি ভারতের বাজারে হাজির করা হতে পারে। ইয়ামাহার উভয় বাইকে উপস্থিত একটি ৬৮৯সিসি টুইন-সিলিন্ডার ইঞ্জিন ও ৬-স্পিড গিয়ারবক্স। যা থেকে ৮,৭৫০ আরপিএম গতিতে ৭৩ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ৬৭ এনএম টর্ক উৎপন্ন হবে।

Yamaha MT-07 ও YZF R7 : ডিজাইন

ডিজাইনগত দিক থেকে মোটরসাইকেল দুটি আলাদা। MT-07 একটি স্ট্রিটফাইটার গোত্রের। এতে রয়েছে একটি আপরাইট রাইডার ট্রাইঅ্যাঙ্গেল। যেখানে YZF R7 হচ্ছে একটি ফেয়ার্ড বাইক। যদিও উভয় মডেলে প্রায় একই হার্ডওয়্যার দেওয়া হয়েছে।

Yamaha MT-07 ও YZF R7 : হার্ডওয়্যার ও প্রতিপক্ষ

হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে MT-07 ও YZF R7-তে রয়েছে একজোড়া ২৯৮ সিসি ফ্রন্ট ডিস্ক এবং ডুয়েল চ্যানেল এবিএস সহ একটি সিঙ্গেল ২৪৫ মিমি রিয়ার ডিস্ক। যেখানে YZF R7 রেগুলার টেলিস্কোপ ফ্রন্ট ফর্ক সমেত আসবে। এছাড়া মোনোশক, ১৭ ইঞ্চি হুইলের সাথে সামনে ১২০/৭০ এবং পেছনে ১৮০/৫৫ সেকশন টায়ার বর্তমান।

ভারতের বাজারে YZF R7-এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Kawasaki Ninja 650, Honda CBR 650R। অন্যদিকে, Kawasaki Z650 Triumph Trident 660-এর সাথে টক্কর চালাবে MT-07।