Redmi Note 11R 5G আজ লঞ্চ হচ্ছে, ডুয়েল ক্যামেরা সহ থাকবে ৫০০০ mAh ব্যাটারি

জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড Redmi তাদের Note 11 সিরিজের অধীনে একাধিক হ্যান্ডসেট ইতিমধ্যেই বাজারে লঞ্চ করেছে। সম্প্রতি জানা গেছে, কোম্পানিটি পরবর্তী প্রজন্মের Redmi Note 12 সিরিজের ডিভাইসগুলিও বাজারে উন্মোচন করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে এখন রেডমি একটি নতুন Redmi Note 11 সিরিজের স্মার্টফোন চীনে লঞ্চ করার বিষয়ে নিশ্চিত করেছে, যা Redmi Note 11R 5G নামে বাজারে আসবে। এটি Note সিরিজের প্রথম স্মার্টফোন যাতে একটি “R” ব্র্যান্ডিং রয়েছে। প্রসঙ্গত, কোম্পানি এর আগে নোট সিরিজের অধীনে “S” এবং “T” অক্ষর সহ স্মার্টফোন লঞ্চ করেছে। লঞ্চের তারিখ প্রকাশের পাশাপাশি সংস্থা আপকামিং ডিভাইসটির ডিজাইনটিও টিজ করেছে। Redmi Note 11R 5G-এর লঞ্চের তারিখ, ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে যা যা তথ্য উঠে এল, চলুন দেখে নেওয়া যাক।

Redmi Note 11R 5G বাজারে আসছে চলতি মাসেই

রেডমি নিশ্চিত করেছে যে, নোট ১১আর ৫জি মডেলটি চীনে নতুন বাজেট ৫জি স্মার্টফোন হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করবে। কোম্পানি তার নতুন নোট সিরিজের ফোনের ডিজাইনটিও টিজ করেছে। এই হ্যান্ডসেটটি হোম মার্কেটে ব্লু, সিলভার এবং ব্ল্যাক- এই তিনটি রঙে পাওয়া যাবে। ফোনটি ডুয়েল-টোন রিয়ার প্যানেলের সাথে আসবে এবং এর রিয়ার ক্যামেরা মডিউলটি অনুভূমিকভাবে এক কোণ থেকে অন্য কোণে প্রসারিত হবে। এটির মধ্যে একটি ডুয়েল-ক্যামেরা সেটআপ এবং একটি এলইডি ফ্ল্যাশ মডিউল অবস্থান করবে। ফোনের নীচে ৫জি ব্র্যান্ডিংটিও দেখা যাবে।

প্রসঙ্গত, রেডমি নোট ১১আর ৫জি-এর ডিজাইনটি পোকো এম৪ ৫জি-এর মতো, যেটি চীনের রেডমি নোট ১১ই ৫জি-এর রিব্যাজড সংস্করণ হিসেবে লঞ্চ করা হয়েছিল। ডিভাইসটি ভারতে আবার রেডমি ১১ প্রাইম ৫জি নামে পাওয়া যায়। ফোনটির একটি ফ্ল্যাট ফ্রেম ডিজাইন রয়েছে। যদি, এটি সত্যিই একটি রিব্যাজড পোকো এম৪ ৫জি বা ১১ প্রাইম ৫জি হয়, তাহলে ডিসপ্লের শীর্ষে একটি ওয়াটার-ড্রপ নচও দেখা যাবে।

এছাড়াও, রেডমি নিশ্চিত করেছে যে ফোনটিতে একটি ৯০ হার্টজের ডিসপ্লে থাকবে এবং এটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে। এই স্পেসিফিকেশনগুলি ভারতে ১৫,০০০ টাকার সাব-সেগমেন্টে উপলব্ধ বেশিরভাগ সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোনের মতো।

যদি ধরে নেওয়া হয়, Redmi Note 11R একটি রিব্যাজড ভার্সন হবে Poco M4 5G এর, তাহলে এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৮ ইঞ্চির ফুল-এইচডি+ এলসিডি ডিসপ্লে থাকবে। ফোনটি সর্বাধিক ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দ্বারা চালিত হবে। ফটোগ্রাফির জন্য, Note 11R-এ ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 11R ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।