Redmi Note 12 এর 4G ভার্সন সস্তায় এ মাসেই লঞ্চ হচ্ছে, থাকবে জবরদস্ত ফিচার

রেডমি গত জানুয়ারি মাসের শুরুতে ভারতের বাজারে Redmi Note 12 সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন লঞ্চ করেছিল। এবং প্রতিটি মডেলেই ছিল 5G সাপোর্ট।
তবে যারা সস্তায় এই সিরিজের ফোন কেনার জন্য মুখিয়ে ছিলেন, তাদের জন্য এখন বড় সুখবর। কারণ শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি এবার শুধুমাত্র 4G কানেক্টিভিটির সঙ্গে ভারতে Redmi Note 12 লঞ্চের তারিখ ঘোষণা করল।

Redmi Note 12 চলতি মাসেই আসছে ভারতের বাজারে

রেডমি নোট ১২-এর ৪জি ভ্যারিয়েন্ট আগামী ৩০ মার্চ ভারতে লঞ্চ হবে ঘোষণা করা হয়েছে। এটি শাওমি ফ্যান ফেস্টিভালে লঞ্চ হতে চলা একগুচ্ছ নতুন প্রোডাক্টের মধ্যে অন্যতম হবে। এই ফেস্টিভ্যালটি আগামী ৩০ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে। এর পাশাপাশি, নোট ১২-এর টিজার পেজটি ফোনটির কিছু বৈশিষ্ট্যও প্রকাশ করেছে৷ এই স্মার্টফোনটি রেডমি নোট ১২ ৫জি-র মতোই দেখতে হলেও, স্পেসিফিকেশনগুলি অনেকটা রেডমি নোট ১১-এর অনুরূপ হবে৷

রেডমি নোট ১২ মডেলটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির সুপার অ্যামোলেড (Super AMOLED) ডিসপ্লের সাথে আসবে বলে জানা গেছে। এই স্ক্রিনটি ফুলএইচডি+ রেজোলিউশন অফার করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট দ্বারা চালিত হবে। এটি আসলে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের একটি ওভারক্লকড ভার্সন৷

ফটোগ্রাফির জন্য, Redmi Note 12-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকবে। সেলফি তোলা ও ভিডিও কলের জন্য, ফোনটির সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 12-এ ৩৩ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।