Redmi Note 12 4G ভারতে দুর্দান্ত ফিচারের সাথে লঞ্চ হল, রয়েছে 5G মডেলের থেকেও ভালো ক্যামেরা

Redmi Note 12 4G মডেলটি Qualcomm Snapdragon 685 প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি শুটার অফার করে

Xiaomi গত সপ্তাহে ইউরোপের বাজারে Redmi Note 12 4G নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল। আর আজ অর্থাৎ ৩০শে মার্চ এই একই স্মার্টফোন ভারতেও আত্মপ্রকাশ করলো। নতুন হ্যান্ডসেটটির 4G ভ্যারিয়েন্টের প্রায় যাবতীয় স্পেসিফিকেশন 5G বিকল্পের অনুরূপ। অর্থাৎ এতেও – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে প্যানেল, ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক লেটেস্ট MIUI 14 কাস্টম ওএস এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি পাওয়া যাবে। যদিও প্রসেসর ভার্সন এবং ক্যামেরা বিভাগে দুটি ভ্যারিয়েন্টের মধ্যে তারতম্য নজরে পড়বে। যেমন Redmi Note 12 5G এসেছে Qualcomm Snapdragon 4 Gen 1 চিপসেট ও ৪৮ মেগাপিক্সেল মুখ্য ক্যামেরার সাথে এসেছে। বিপরীতে Redmi Note 12 4G মডেলটি Qualcomm Snapdragon 685 প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি শুটার অফার করে।

ভারতে রেডমি নোট ১২ ৪জি -এর দাম ও লভ্যতা (Redmi Note 12 4G Price and Availability in India)

ভারতীয় বাজারে রেডমি নোট ১২ ৪জি স্মার্টফোনকে মোট দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। এগুলি দাম নীচে দেওয়া হল –

৬ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ – ১৪,৯৯৯ টাকা
৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১৬,৯৯৯ টাকা

এটিকে ৩টি কালার বিকল্পে পাওয়া যাবে, যথা – লুনার ব্ল্যাক, ফ্রস্টেড আইস ব্লু এবং সানরাইজ গোল্ড।

লভ্যতার কথা বললে, রেডমি নোট ১২ ৪জি আগামী ৬ই এপ্রিল দুপুর ১২টা থেকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Mi.com), এমআই হোমস (Mi Homes). ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) এবং দেশের যাবতীয় শীর্ষস্থানীয় রিটেল স্টোরের মাধ্যমে পাওয়া যাবে। আর লঞ্চ অফারের অংশ হিসাবে, সীমিত সময়ের জন্য ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে ধার্য মূল্যের উপর ফ্লাট ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে রেডমি।

রেডমি নোট ১২ ৪জি -এর স্পেসিফিকেশন (Redmi Note 12 4G Specifications)

রেডমি নোট ১২ ৪জি স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০x১০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৪,৫০০,০০০:১ কনট্রাস্ট রেশিও ও সর্বোচ্চ ১,২০০ নিট পিক ব্রাইটনেস লেভেল সমর্থন করে। পারফরম্যান্সের জন্য ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর সহ এসেছে। এতে ৬ জিবি LPDDR4x র‌্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ বর্তমান। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক লেটেস্ট এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিন পাওয়া যাবে।

ফটো এবং ভিডিওগ্রাফির জন্য Redmi Note 12 4G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল Samsung JN1 সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এদিকে ডিভাইসের সামনে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়।

কানেক্টিভিটি বিকল্প হিসাবে Redmi Note 12 4G স্মার্টফোনে অন্তর্ভুক্ত থাকছে – ডুয়াল সিম স্লট, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিএনএসএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। পরিশেষে সদ্য লঞ্চের মুখ দেখা এই রেডমি হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং প্রযুক্তি সমর্থন করে।