সস্তা ফোনেও পাবেন Dolby সাউন্ডের মজা, ক্রেতাদের খুশ করে বড় চমক এই সংস্থার

টেকনো (Tecno) মূলত বাজেট ফোন তৈরি করলেও, উন্নত প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আপোস করে না। গ্রাহকদের উন্নততর অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে এবার ডলবি ল্যাবরেটরিস (Dolby Laboratories)-এর সাথে গাটছঁড়া বাঁধার ঘোষণা করেছে তারা। এর ফলে টেকনোর আসন্ন Pova 6 সিরিজের ডলবি অ্যাটমস (Dolby Atmos) সাউন্ড যুক্ত হবে। ব্র্যান্ডটি আরও জানিয়েছে, Tecno Pova 6 সিরিজ ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ (MWC 2024) ইভেন্টে লঞ্চ করা হবে।

Tecno Pova 6 সিরিজে মিলবে Dolby Atmos সাপোর্ট

জানিয়ে রাখি, ডলবি অ্যাটমস হল একটি অডিও প্রযুক্তি, যা আরও নিমগ্ন এবং থ্রি-ডাইমেনশনাল সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য ডিজাইন করা হয়েছে৷ এটি একটি অবজেক্ট-বেসড পদ্ধতি ব্যবহার করে, যা শব্দগুলিকে ওভারহেড সহ ত্রিমাত্রিক স্থানে বাধাহীনভাবে চলাচল করতে দেয়। মূলত সিনেমার জন্য তৈরি করা হলেও, এটি এখন আরও বাস্তবসম্মত অডিও এক্সপেরিয়েন্সের জন্য হোম থিয়েটার, সাউন্ডবার, হেডফোন এবং অন্যান্য অডিও সিস্টেমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এই পার্টনারশিপের প্রভাব সম্পর্কে টেকনোর জেনারেল ম্যানেজার জ্যাক বলেছেন যে, কোম্পানির লক্ষ্য হল ইউজার এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করা। টেকনোর ফোনে ডলবি অ্যাটমস যুক্ত করা, গ্লোবাল ইউজারদের কাছে উচ্চ-মানের অডিও পেশ করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হতে চলেছে।

অন্যদিকে, ডলবি ল্যাবরেটরিজের কমার্শিয়াল পার্টনারশিপ বিভাগের ভাইস প্রেসিডেন্ট জাভিয়ের ফনসিলাস বলেন, টেকনোর ফোনের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে ডলবি অ্যাটমস পৌঁছে দিতে পেরে তারা খুশি। এই প্রযুক্তিটি কেবল ফ্যান্সি অডিওর জন্য নয়, এটি সমস্ত মিউজিক, গেম এবং ভিডিওর শব্দকে আরও ভাল করে তোলে।

জানিয়ে রাখি, Tecno Pova 6 Pro 5G হবে ডলবি অ্যাটমস সাপোর্ট যুক্ত প্রথম মডেল, যা আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সম্মেলনে লঞ্চ হতে চলেছে৷ ইমারসিভ অডিও সহ গেমিংয়ের অভিজ্ঞতাকে আরও ভালো করার দিকে ফোকাস করা এই ফোনটি মূলত তরুণ প্রজন্মের ক্রেতাদের টার্গেট করবে। Tecno Pova 6 সিরিজ লঞ্চ হওয়ার পর, Tecno Camon এবং Phantom সিরিজের পরবর্তী মডেলগুলিতে ডলবি অ্যাটমস সাপোর্ট যুক্ত করার পরিকল্পনা করেছে কোম্পানি। এটি ইউজারদের উন্নত মানের বিনোদন অফার করার জন্য কোম্পানির পূর্ব প্রতিশ্রুতির ফসল, যা ফোন এন্টারটেইনমেন্ট প্রযুক্তিতে টেকনোর একটি বড় পদক্ষেপ হতে চলেছে।