চোখ সরাতে পারবেন না, রেডমি নোট ১২ ৪জি ফোন স্পার্কলিং কালারের সাথে ভারতে লঞ্চ হচ্ছে

রেডমি নোট ১২ ৪জি আয়তকার রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে, যার মধ্যে তিনটি ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ থাকবে

চীনের পর গতকালই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ (Redmi Note 12) সিরিজ। তবে এই সিরিজের অধীনে একটি নতুন ফোনও এসেছে, যার নাম রেডমি নোট ১২ ৪জি (Redmi Note 12 4G)। আগামী ৩০ মার্চ তারিখ ভারতেও এটি লঞ্চ হবে। তার আগে কোম্পানির তরফে এর ফিচার ও ডিজাইন টিজ করা হচ্ছে। আজ এর নতুন একটি কালার ভ্যারিয়েন্টের টিজার প্রকাশ করা হয়েছে।

শাওমি এক্সিকিউটিভ রেডমি নোট ১২ ৪জি ফোনের স্পার্কলিং কালার ভ্যারিয়েন্ট টিজ করেছেন। এতে ব্লু, পিঙ্ক ও গোল্ড কালারের মিশ্রণ দেখা গেছে। এই রঙে ফোনটিকে যথেষ্ট আকর্ষণীয় দেখাচ্ছে।

টিজার থেকে আরও স্পষ্ট যে, রেডমি নোট ১২ ৪জি আয়তকার রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে, যার মধ্যে তিনটি ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ থাকবে। এর প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল। যদিও ছবিতে ফোনের সামনের দিক দেখা যায়নি।

তবে রেডমি নোট ১২ ৪জি ইতিমধ্যেই লঞ্চ হওয়ায় আমরা জানি যে, এর সামনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।