Redmi Note 12 4G এবার গ্লোবাল মার্কেটে আসছে, 50MP ক্যামেরা সহ থাকবে 5000mAh ব্যাটারি

Redmi Note 12 4G ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে

Xiaomi হালফিলে ভারতীয় বাজারে তাদের লেটেস্ট স্মার্টফোন সিরিজ Redmi Note 12 উন্মোচন করেছে। নবাগত এই লাইনআপের অধীনে এদেশে মোট তিনটি ডিভাইস এসেছে, যথা – Redmi Note 12 5G, Redmi Note 12 Pro 5G, এবং Redmi Note 12 Pro+ 5G। তবে এখন মনে হচ্ছে আলোচ্য সিরিজের অধীনে আরেকটি নয়া মডেলকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে সংস্থা। কারণ, টিপস্টার স্নুপিটেক (SnoopyTech) সম্প্রতি দাবি করেছেন যে – Xiaomi শীঘ্রই বিশ্ব বাজারে Note 12 সিরিজের অধীনে আরেকটি মডেল লঞ্চ করবে। এক্ষেত্রে চতুর্থ স্মার্টফোনটি সম্ভবত সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের 4G ভ্যারিয়েন্ট হবে, যা Redmi Note 12 4G নামে বাজারে আসবে।

শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে Redmi Note 12 4G

টিপস্টার স্নুপিটেক (SnoopyTech) সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছে যে, আসন্ন রেডমি নোট ১২ ৪জি (Redmi Note 12 4G) স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং কালার অপশন সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এনেছেন। লিক অনুসারে, উক্ত মডেলটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। এছাড়া জানা যাচ্ছে, এই ৪জি ভ্যারিয়েন্টটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি অফার করবে। নীচের ফোনটির ফিচার ও কালার সম্পর্কিত তথ্য দেওয়া হল…

Redmi Note 12 4G এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

রেডমি নোট ১২ ৪জি ফুল-স্ক্রীন ডিসপ্লে এবং কেন্দ্রীভূত পাঞ্চ-হোল নচ সহ আসবে বলে মনে করা হচ্ছে। এতে Redmi Note 12 Pro 5G মডেলের মতো ফ্ল্যাট-এজ ডিসপ্লে ডিজাইন থাকবে। টিপস্টার আরও বলেছে যে, শাওমির এই আসন্ন ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৬৭-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এটি ৬এনএম প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে আসবে। আমাদের অনুমান এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট হতে পারে, যা গত বছর আগত Redmi Note 11 ফোনে ব্যবহার করা হয়েছিল।

আসন্ন Redmi Note 12 4G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার হতে পারে। আবার ভিডিও কলিং এবং সেলফি ক্লিক করার জন্য ডিভাইসের সামনে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ৪জি হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।

তদুপরি, Redmi Note 12 ফোনের এই 4G ভ্যারিয়েন্টটি মোট তিনটি কালার বিকল্প অফার করবে বলে দাবি করেছেন টিপস্টার। এগুলি সম্ভবত – অনিক্স গ্রে, মিন্ট গ্রিন এবং আইস ব্লু হবে। স্মার্টফোনটি ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ সহ আসবে।

প্রসঙ্গত, রেডমি নোট ১২ ৪জি সহ সিরিজের অন্যান্য মডেল তিনটি কবে নাগাদ বিশ্ববাজারে লঞ্চ হবে সেই তথ্য উল্লেখ নেই টিপস্টারের পোস্টে। তবে আমরা আশা করছি যে, Redmi Note 12 সিরিজকে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো বিশ্বব্যাপী ঘোষণা করা হবে। যদিও ভারতে Redmi Note 12 4G মডেলটিকে আদৌ লঞ্চ করা হবে কিনা তা এখনো স্পষ্ট নয়।