Redmi Note 12 5G গ্লোবাল মার্কেটে নিচ্ছে গ্রান্ড এন্ট্রি, পেয়ে গেল SIRIM থেকে গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন

গত অক্টোবরে চীনে লঞ্চ হয়েছে Redmi Note 12 5G। শীঘ্রই ফোনটি গ্লোবাল মার্কেটে আসবে বলে খবর। যদিও কোম্পানির তরফে এখনও গ্লোবাল মার্কেটে ফোনটির আত্মপ্রকাশের সময় নিশ্চিত করেনি। তবে Redmi Note 12 5G খুব তাড়াতাড়ি যে মালয়েশিয়ায় বাজারে পা রাখছে তা একপ্রকার ধরেই নেওয়া যায়। কারণ ফোনটি আজ মালয়েশিয়ায় SIRIM সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে।

আজ্ঞে হ্যাঁ! টিপস্টার মুকুল শর্মা আজ রেডমি নোট ১২ ৫জি কে ২২১১১১৩১৭জি মডেল নম্বর সহ স্ট্যান্ডার্ড এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট (SIRIM) সাইটে খুঁজে পেয়েছে। ফলে বলতে দ্বিধা নেই যে, ডিভাইসটি শীঘ্রই এই দেশে লঞ্চ হবে। তবে রেডমি এই বিষয়ে কিছু জানায়নি। আসুন আমরা ফোনটির স্পেসিফিকেশন জেনে নিই…

Redmi Note 12 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট ১২ ৫জি ফোনের সামনে রয়েছে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) স্যামসাং অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১২০০ নিকট ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে ৮ জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম ওএস দ্বারা চালিত।

ফটোগ্রাফির জন্য Redmi Note 12 5G ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আইপি৫৩ রেটিং প্রাপ্ত এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। পরিশেষে নিরাপত্তার জন্য এতে মিলবে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।