সবথেকে স্লিম নোট ফোন Redmi Note 12 5G জানুয়ারির প্রথম সপ্তাহে ভারতে এন্ট্রি নিচ্ছে

গত অক্টোবরে হোম মার্কেট চীনে লঞ্চ করার পর রেডমি তাদের নতুন Redmi Note 12 Pro স্মার্টফোন সিরিজটি আগামী ৫ জানুয়ারি ভারতীয় বাজারে উন্মোচন করবে বলে সম্প্রতি নিশ্চিত করেছে। এই লাইনআপে একটি Pro এবং Pro+ ভ্যারিয়েন্ট অন্তর্ভুক্ত থাকবে। আর এখন শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে, কোম্পানি একই ইভেন্টে Redmi Note 12 5G মডেলটিও লঞ্চ করবে। ব্র্যান্ড এই ডিভাইসটির মূল স্পেসিফিকেশনগুলি প্রকাশ করে আসন্ন অফারটির একটি মাইক্রোসাইট তৈরি করেছে। এছাড়াও, ফোনটি অ্যামাজনে উপলব্ধ হবে বলে নিশ্চিত করা হয়েছে। তাহলে চলুন Note 12 সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটির ভারতীয় সংস্করণটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Redmi Note 12 5G ভারতে আসছে আগামী মাসেই

রেডমি নোট ১২ ৫জি মডেলটি আগামী ৫ জানুয়ারি চলতি বছর লঞ্চ হওয়া রেডমি নোট ১১-এর উত্তরসূরি হিসেবে আসবে। ডিভাইসটি ইতিমধ্যেই গত অক্টোবরে চীনে আত্মপ্রকাশ করেছে এবং আশা করা যায় ভারতীয় ভ্যারিয়েন্টটি একই স্পেসিফিকেশনের সাথে আসবে।

প্রসঙ্গত, রেডমি দ্বারা প্রকাশিত মাইক্রোসাইটটি প্রকাশ করেছে যে, রেডমি নোট ১২ ৫জি-তে ফ্রন্ট ক্যামেরার জন্য একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। ডিভাইসটিতে একটি কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর দেখা যাবে যার ডান পাশে ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি অবস্থান করবে। আর নিরাপত্তার জন্য, এই পাওয়ার বাটনেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এম্বেড করা থাকবে। আসন্ন হ্যান্ডসেটটিকে এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা রেডমি নোট ডিভাইস বলে মনে করা হচ্ছে। এর রিয়ার প্যানেলে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলও থাকবে, যা দেখতে অনেকটা রেডমি কে৫০আই-এর মতো।

আবার, উন্নত পারফরম্যান্সের জন্য Redmi Note 12 5G ফোনটি ৫জি-কম্প্যাটিবল স্ন্যাপড্রাগন প্রসেসর দ্বারা চালিত হবে। ডিভাইসটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। আর ফটোগ্রাফির জন্য, এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে।

জানিয়ে রাখি, Redmi Note 12 5G-এর চীনা ভ্যারিয়েন্টে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।