চীনা মডেলের থেকে আরও ভালো ক্যামেরা সহ বিশ্ব বাজারে আসছে Redmi Note 12, নিশ্চিত করল Xiaomi

বিগত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে টিজ করার পর আজ Redmi Note 12 স্মার্টফোন সিরিজের ভারতে লঞ্চের তারিখ প্রকাশ্যে আনল Xiaomi। আগামী ৫ই জানুয়ারি এদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে এই লেটেস্ট স্মার্টফোন লাইনআপকে৷ সিরিজটির অধীনে মোট তিনটি ডিভাইস আত্মপ্রকাশ করতে পারে, যথা – Redmi Note 12, Redmi Note 12 Pro, এবং Redmi Note 12 Pro Plus। সংস্থার অফিসিয়াল টিজার অনুসারে, এই তিনটি হ্যান্ডসেটই চীনা সংস্করণের অনুরূপ ফিচার সহ আসবে বলে অনুমান করা হচ্ছিল। যদিও হালফিলে Xiaomi -এর তরফ থেকে একটি পোস্টার রিলিজ করা হয়, যেখানে সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Redmi Note 12 স্বতন্ত্র ক্যামেরা কনফিগারেশনের সাথে আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে।

Redmi Note 12 স্মার্টফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের ক্যামেরা ফ্রন্ট ভিন্ন হওয়ার ইঙ্গিত দিলো সংস্থা

শাওমি ইন্ডিয়া দ্বারা শেয়ার করা অফিসিয়াল রেন্ডার অনুসারে, রেগুলার রেডমি নোট ১২ স্মার্টফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের ক্যামেরা বিভাগ চীনে আগত মূল সংস্করণের থেকে কিছুটা আলাদা হবে। টিজার ইমেজে দেখা গেছে, রেডমি নোট ১২ ফোনের গ্লোবাল সংস্করণে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, ফোনটির চীনা মডেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে লঞ্চ হয়েছিল।

শাওমি ইন্ডিয়া নিশ্চিত করেছে যে, তাদের এই নয়া স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের হবে, যা মূল ডিভাইসেও দেখা গেছে। যদিও বাকি দুটি ক্যামেরা সেন্সরের রেজোলিউশন সম্পর্কিত কোনো তথ্য এখনো প্রকাশ করেনি সংস্থাটি। তবে যেহেতু চীনা ভ্যারিয়েন্টে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর আছে, সেহেতু গ্লোবাল ভার্সনেও এটি বিদ্যমান থাকতে পারে। আর আমাদের অনুমান, গ্লোবাল ভ্যারিয়েন্টের তৃতীয় সেন্সরটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো স্ন্যাপার হবে। কেননা সংস্থাটি রেডমি নোট ১২ ফোনে আল্ট্রা-ওয়াইড ইউনিট অন্তর্ভুক্ত করলে তা অবশ্যই টিজ করত। কিন্তু আদপে এমনটা হয়নি।

যাইহোক, ভারতে শীঘ্রই আসন্ন রেডমি নোট ১২ স্মার্টফোনের অন্যান্য স্পেসিফিকেশন চীনা সংস্করণের অনুরূপ হবে বলে আশা করা হচ্ছে। ফলে এই ফোনের গ্লোবাল ভার্সনটি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে প্যানেল সহ আসতে পারে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট ব্যবহার করা হবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন দ্বারা চালিত হবে। ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।