Redmi Note 12 5G ভারতে লঞ্চ হল ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে, দাম শুরু ১৬,৪৯৯ টাকা থেকে

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বাজারে আত্মপ্রকাশ করল বহুল প্রত্যাশিত Redmi Note 12 স্মার্টফোন সিরিজ। Xiaomi -এর এই লেটেস্ট লাইনআপের অধীনে মোট তিনটি ডিভাইসে এসেছে, যথা – Redmi Note 12, Note 12 Pro, এবং Note 12 Pro+। যার মধ্যে ‘Pro’ এবং ‘Pro+’ মডেল দুটির সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন। তাই এই প্রতিবেদনে আমরা শুধুমাত্র Redmi Note 12 ফোনের প্রসঙ্গেই আলোচনা করবো। বিশেষত্বের কথা বললে, এই হ্যান্ডসেটটি 5G কানেক্টিভিটি এবং একটি হাইব্রিড সিম কার্ড স্লটের সাথে এসেছে। এছাড়া এতে – Samsung AMOLED ডিসপ্লে, সর্বোচ্চ ৬ জিবি র‌্যাম, ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, ৫,০০০ এমএএইচের ব্যাটারি এবং কোয়ালকম বিকশিত চিপসেট পাওয়া যাবে। সর্বোপরি সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, ‘ফার্স্ট সেল’ -এর অংশ হিসাবে এই হাই-বাজেট রেঞ্জের ফোনটিকে এক্সচেঞ্জ বোনাস ও ব্যাঙ্ক কার্ড অফার সহ ২,৫০০ টাকা পর্যন্ত ছাড়ের সাথে কিনে নেওয়া যাবে। চলুন এবার নবাগত সিরিজটির ভ্যানিলা মডেল অর্থাৎ Redmi Note 12 5G -এর দাম, প্রাপ্যতা ও যাবতীয় স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

রেডমি নোট ১২ ৫জি -এর দাম ও লভ্যতা (Redmi Note 12 5G Price and Availability)

রেডমি নোট ১২ সিরিজের অধীনে আগত তিনটি মডেলের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফোন হল এটি। এই হ্যান্ডসেটকে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৬,৪৯৯ টাকা রাখা হয়েছে। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের বিক্রয় মূল্য থাকছে ১৮,৪৯৯ টাকা। শাওমির ঘোষণা অনুসারে, আগামী ১১ই জানুয়ারি ঠিক দুপুর ১২টা থেকে এই স্মার্টফোনকে প্রথমবার সেলে বিক্রি করা হবে। এক্ষেত্রে আগ্রহী ক্রেতারা – ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়া (Amazon India), সংস্থার অফিসিয়াল সাইট (Mi.com), এমআই হোম (Mi Home) সহ অন্যান্য রিটেল পার্টনার স্টোরের মাধ্যমে রেডমি নোট ১২ ৫জি ফোনকে কিনতে পারবেন৷ এটি তিনটি কালার ভ্যারিয়েন্টে এসেছে – ম্যাট ব্ল্যাক (কালার চেঞ্জিং), মিস্টিক ব্লু (কালার চেঞ্জিং) এবং ফ্রস্টেড গ্রিন।

প্রসঙ্গত ফার্স্ট সেলের অংশ হিসাবে আলোচ্য রেডমি স্মার্টফোনের সাথে একাধিক অফার প্রযোজ্য থাকছে। যেমন, ক্রেতারা তাদের বিদ্যমান শাওমি বা রেডমি ব্র্যান্ডিংয়ের মোবাইলকে আপগ্রেড করে এই নয়া স্মার্টফোনটি কিনলে ১,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন। আবার ICICI ব্যাঙ্কের কার্ডধারীরা ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে আরো ১,৫০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হস্তগত করতে পারবেন৷

রেডমি নোট ১২ ৫জি -এর স্পেসিফিকেশন (Redmi Note 12 5G Specifications)

রেডমি নোট ১২ ৫জি ফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস Samsung AMOLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০০ নিট পিক ব্রাইটনেস এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর সহ এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এই হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন পাওয়া যাবে। এই ডিভাইসে ৬ জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ বিদ্যমান রয়েছে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণ করা যাবে।

ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, Redmi Note 12 5G স্মার্টফোনের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল শ্যুটার। এক্ষেত্রে জানিয়ে রাখি, ফোনটির চীনা সংস্করণ ডুয়াল ক্যামেরা ইউনিট সহ এসেছিল। যাইহোক সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার দেওয়া হয়েছে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, শাওমির এই নয়া হ্যান্ডসেট – একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক, একটি হাইব্রিড সিম কার্ড স্লট এবং আইআর (IR) ব্লাস্টার সহ এসেছে৷ পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। নিরাপত্তার জন্য ইউজাররা সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন। আর স্মার্টফোনটি IP53 রেটিং প্রাপ্ত হওয়ায়, ধুলো-জল থেকে সুরক্ষিত থাকবে।

Subhadip Dasgupta

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

58 mins ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

59 mins ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

5 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago