১১ হাজার টাকা ছাড়, Redmi Note 12 Pro এই প্রথম সবচেয়ে সস্তায় কেনার মহা সুযোগ
আপনি যদি নতুন একটি Redmi ফোন কিনতে চান, তাহলে Redmi Note 12 Pro 5G বেছে নিতে পারেন। আসলে এই ডিভাইসটি এখন ১১,০০০ টাকা...আপনি যদি নতুন একটি Redmi ফোন কিনতে চান, তাহলে Redmi Note 12 Pro 5G বেছে নিতে পারেন। আসলে এই ডিভাইসটি এখন ১১,০০০ টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। Flipkart Xiaomi Fan Days সেলে এই স্মার্টফোনটি সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। Redmi Note 12 Pro 5G ভারতে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এই ডিভাইসে আছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট যুক্ত ক্যামেরা ও মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর।
Redmi Note 12 Pro 5G এর দাম ও অফার
রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ২৭,৯৯৯ টাকা, যা এখন ২৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ৩১,৯৯৯ টাকা। তবে সেলে এটি ২৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
তবে ফ্লাট ডিসকাউন্ট ছাড়াও রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনের উপর বাম্পার এক্সচেঞ্জ অফার উপলব্ধ। যেখানে এক্সচেঞ্জ ভ্যালু ছাড়াও অতিরিক্ত ৪,০০০ টাকা বোনাস পাওয়া যাবে। অর্থাৎ কোনো ফোন এক্সচেঞ্জ করে যে ভ্যালু পাওয়া যাবে, তার সাথে আরও ৪,০০০ টাকা ডিসকাউন্ট অতিরিক্ত মিলবে।
অফার এখানেই শেষ নয়, Redmi Note 12 Pro 5G কেনার সময় HDFC বা ICICI ব্যাংকের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। অর্থাৎ সর্বমোট ১১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
Redmi Note 12 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
Redmi Note 12 Pro 5G ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ও মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর। ফটোগ্রাফির জন্য এতে ৫০+৮+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আবার পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।