Sony ক্যামেরার সঙ্গে Redmi-র নতুন ফোন 5 জানুয়ারি ভারতে আসছে, এই প্রথম OIS ফিচার

চীনের পর, Redmi Note 12 সিরিজটি ভারতের বাজারে আসতে চলেছে। আগামী ৫ জানুয়ারি এই সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করা হবে৷ শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি তাদের লেটেস্ট লাইনআপে তিনটি স্মার্টফোন লঞ্চ করার কথা নিশ্চিত করেছে, এগুলি হল- Redmi Note 12 5G, Note 12 Pro 5G এবং Note 12 Pro+ 5G। তার মধ্যে টপ-এন্ড Pro+ মডেলটিতে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। কোম্পানি ইতিমধ্যেই Note 12 সিরিজের কিছু স্পেসিফিকেশন এবং ফিচার টিজ করছে। আর এখন আবার শাওমি নিশ্চিত করেছে যে, Redmi Note 12 Pro 5G-তে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে। এছাড়া, Note সিরিজের প্রথম মডেল হিসাবে Pro ভ্যারিয়েন্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে বলে আগেই জানানো হয়েছে।

প্রকাশ্যে এল Redmi Note 12 Pro 5G-এর ক্যামেরা ফিচার

লঞ্চের আগেই এখন, শাওমি ইন্ডিয়ার আধিকারিকরা রেডমি নোট ১২ প্রো ৫জি-এর ক্যামেরার নমুনা আপলোড করা শুরু করেছেন। কোম্পানির প্রতিনিধিরা দাবি করেছেন যে, প্রো মডেলটির প্রধান ক্যামেরাটি সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার সরঞ্জামগুলির নিখুঁত মিশ্রণের সাথে গতিশীল এবং আকর্ষক চিত্রগুলি ক্যাপচার করতে সক্ষম হবে। প্রাইমারি সেন্সরটি আরও আলো এবং আরও ভাল ডিটেইল দেখাতে বলে দাবি করা হয়েছে। শাওমি এও দাবি করেছে যে নোট ১২ প্রো ৫জি-এর সেন্সরটি কালার রিপ্রোডাকশনের ক্ষেত্রে সেগমেন্টের অন্যতম সেরা হবে। এই ডিভাইসটির ভারতীয় সংস্করণে চীনা ভ্যারিয়েন্টের মতোই স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে। তাই আসুন এই আসন্ন নোট ১২ প্রো ৫জি-এর স্পেসিফিকেশন, ফিচার এবং অন্যান্য বিবরণগুলি দেখে নেওয়া যাক।

Redmi Note 12 Pro 5G-এর স্পেসিফিকেশন

রেডমি নোট ১২ প্রো ৫জি-এর চীনা সংস্করণে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৯০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। স্ক্রিনে ফ্ল্যাট প্রান্ত দেখা যাবে এবং ডিসপ্লের ওপরের কেন্দ্রে একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত হবে। নোট ১২ প্রো ৫জি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 12 Pro 5G-এর ট্রিপল রিয়ার ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনে সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Note 12 Pro 5G-তে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।