Categories: Mobiles

Redmi Note সিরিজের এই দুই ফোনে নতুন Android ও MIUI আপডেট চলে এল

শাওমি (Xiaomi) গত বছর ডিসেম্বরে তাদের Xiaomi 13 সিরিজের সাথে লেটেস্ট MIUI 14 সফ্টওয়্যার লঞ্চ করেছিল। চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন যোগ্য শাওমি, রেডমি (Redmi) ও পোকো (Poco) ফোনে এই সফ্টওয়্যার স্কিনটি রোল আউট করা হচ্ছে। আর এখন কোম্পানিটি আরও দুটি রেডমি ফোনে MIUI 14 আপডেটটি নিয়ে আসতে চলেছে, যা লেটেস্ট সিকিউরিটি প্যাচ এবং লেটেস্ট ফার্মওয়্যার সংস্করণ সহ অনেক নতুন ফিচার অফার করবে। এই আপডেটটি অ্যান্ড্রয়েড ১২ ওএস-এর ওপর ভিত্তি করে, Redmi Note 12 Pro 5G এবং Redmi Note 12 Pro+ 5G-তে রোল আউট হচ্ছে। ব্যবহারকারীরা এটি এমআইইউআই ডাউনলোডারের (MIUI Downloader) মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। আপডেটটি মার্চ,২০২৩-এর সিকিউরিটি প্যাচের সাথে আসবে। প্রসঙ্গত, Redmi Note 12 Pro 5G এবং Redmi Note 12 Pro+ 5G মডেলগুলি MIUI 13 ওএস সহ চলতি বছরের জানুয়ারিতে লঞ্চ হয়েছে।

এবার Redmi Note 12 Pro 5G এবং Redmi Note 12 Pro+ 5G-তে আসছে MIUI 14 আপডেট

এমআইইউআই ইন্ডিয়া তাদের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে রেডমি নোট ১২ প্রো ৫জি এবং রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি-এর জন্য লেটেস্ট এমআইইউআই ১৪ সংস্করণটি রোলআউট করার বিষয়ে ঘোষণা করেছে। উল্লেখযোগ্যভাবে, শাওমিএমআই-এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, নোট ১২ প্রো ৫জি এবং নোট ১২ প্রো প্লাস ৫জি-এর জন্য এমআইইউআই ১৪ আপডেটটি পুরনো অ্যান্ড্রয়েড ১২-এর ওপর ভিত্তি করে, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর নয়।

এমনকি, এমআইইউআই ১৪ আপডেটটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট সংস্করণের ওপর ভিত্তি করে না আসার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অনেক ইউজার টুইটারে অভিযোগ করেছেন। বিশেষ করে, রেডমি নোট ১২ সিরিজের অ্যান্ড্রয়েড ১৩ আপডেট না পাওয়া বেশ বিস্ময়কর। কেননা গত মাসেই পূর্ববতী প্রজন্মের রেডমি নোট ১০ ৫জি এবং রেডমি নোট ১১ এসই মডেল দুটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ আপডেটটি পেয়েছে।

জানিয়ে রাখি, Redmi Note 12 Pro 5G এবং Note 12 Pro+ 5G-এ লেটেস্ট ওএস আপডেট একটি নতুন ইউজার ইন্টারফেস, হোম স্ক্রিনে সুপার আইকন, অ্যানিম্যাল উইজেট, কুইক অ্যাপ লঞ্চ, উন্নত সিস্টেম পারফরম্যান্স এবং আরও ভাল ব্যাটারি লাইফ অফার করবে। আপডেটটি উভয় হ্যান্ডসেটেই লেটেস্ট ফার্মওয়্যার সংস্করণের পাশাপাশি সিকিউরিটি প্যাচও নিয়ে আসবে। এক Redmi Note 12 Pro 5G ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, এই ফোনের MIUI 14 আপডেটের বিল্ড নম্বর হল 14.0.2.0.SMOINXM। আপডেটটির আকার ৪.০৫ জিবি এবং এটি এমআইইউআই ডাউনলোডারের মাধ্যমে ডাউনলোড করা যেতে পারে। তবে মনে রাখবেন, লেটেস্ট ওএস আপডেটটি প্রথমে এমআই পাইলটস (Mi Pilots) প্রোগ্রামে নাম নথিভুক্ত করা ইউজারদের জন্য উপলব্ধ হবে। তবে এটি শীঘ্রই একটি বৃহত্তর ইউজারবেসে রোল আউট করা হবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, Redmi Note 12 Pro 5G এবং Redmi Note 12 Pro+ 5G গত জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল। ফোনগুলিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এগুলি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং মালি-জি৬৮ জিপিইউ-এর সাথে যুক্ত রয়েছে।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

30 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

37 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

45 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

56 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago