বিশ্ব বাজারে রাজার প্রবেশ ঘটছে, ২০০ এমপি ক্যামেরার Redmi Note 12 Pro+ 5G পেল গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন

রেডমি (Redmi) তাদের লেটেস্ট Note 12 সিরিজের হ্যান্ডসেটগুলি হোম মার্কেট চীনে লঞ্চ করেছে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নতুন Redmi Note 12 Pro+ মডেলটিও। সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, এই হ্যান্ডসেটটি ভারতীয় বাজারেও পা রাখবে, তবে Xiaomi 12i Hypercharge নামের সাথে। আর এখন কোনোরকম অফিসিয়াল ঘোষণার আগেই, Note 12 Pro+-কে মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে, যা বিশ্ব বাজারে এই ডিভাইসটির আসন্ন লঞ্চের দিকেই ইঙ্গিত করছে। আসুন সার্টিফিকেশন সাইটের তালিকা থেকে Redmi Note 12 Pro+-এর গ্লোবাল ভ্যারিয়েন্ট সম্পর্কে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।

Redmi Note 12 Pro+ 5G-এর গ্লোবাল ভ্যারিয়েন্ট পেল US FCC-এর অনুমোদন

22101316UG মডেল নম্বর সহ রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি-এর গ্লোবাল ভ্যারিয়েন্টটি আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এর তালিকাটি প্রকাশ করেছে যে, ডিভাইসটি এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে চলবে। এটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক সফ্টওয়্যার হবে।

এদিকে সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, রেডমি নোট ১২ প্রো ৫জি ভারতে শাওমি ১২আই হাইপারচার্জ হিসেবে আত্মপ্রকাশ করবে। জানিয়ে রাখি, পূর্বসূরি শাওমি ১১আই হাইপারচার্জটিও রেডমি নোট ১১ প্রো প্লাস-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ ছিল।

রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি-এর স্পেসিফিকেশন – Redmi Note 12 Pro+ 5G Specifications

Redmi Note 12 Pro+ ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ চীনে লঞ্চ হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৯০০ নিট পিক ব্রাইটনেস, এইচডিআর১০+ এবং ডলবি ভিশন সাপোর্ট করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত। কার্যকরী হিট ডিসিপেশনের জন্য Note 12 Pro+ হ্যান্ডসেটে একটি ভিসি কুলিং সিস্টেমও অন্তর্ভুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 12 Pro+-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান৷ আর সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Note 12 Pro+ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, হ্যান্ডসেটটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি ইউএসবি-সি পোর্ট, ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, আইআর ব্লাস্টার এবং একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর রয়েছে৷