Redmi Note 12 সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল, 120W ফাস্ট চার্জিং সহ রয়েছে 200 মেগাপিক্সেল ক্যামেরা

Redmi Note 12 4G, Redmi Note 12 5G, Redmi Note 12 Pro 5G,ও Redmi Note 12 Pro Plus 5G আজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে

Xiaomi-এর সাব ব্র্যান্ড Redmi আজ ইউরোপে Redmi Note 12 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Redmi Note 12 4G, Redmi Note 12 5G, Redmi Note 12 Pro 5G,ও Redmi Note 12 Pro Plus 5G ফোনগুলি গ্লোবাল মার্কেটে এসেছে। এরমধ্যে Redmi Note 12 4G আগামী ৩০ মার্চ ভারতে লঞ্চ হবে। যাইহোক, Redmi Note 12 Pro 5G ছাড়া সমস্ত মডেলগুলি ২৪ মার্চ থেকে যুক্তরাজ্যে বিক্রির জন্য উপলব্ধ হবে।

Redmi Note 12 সিরিজের দাম

স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট অর্থাৎ রেডমি নোট ১২ ৪জি এর দাম ২১৯ ইউরো অর্থাৎ প্রায় ১৯,৫৮৪ টাকা। আবার এর ৫জি ভ্যারিয়েন্টের দাম ২৭৯ ইউরো অর্থাৎ প্রায় ২৪,৯৪৯ টাকা। এছাড়া রেডমি নোট ১২ প্রো ৫জি -র দাম ৩৩৯ ইউরো অর্থাৎ প্রায় ৩০,৩১৫ টাকা। আর রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি -র দাম ৪৪৯ ইউরো অর্থাৎ প্রায় ৪০,১৫২ টাকা।

Redmi Note 12 4G ও Redmi Note 12 5G এর ফিচার

রেডমি নোট ১২ ৪জি, নোট ১২ ৫জি ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। পাশাপাশি থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোরজি ভ্যারিয়েন্টে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। আবার ৫জি ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। ফোন দুটি আইপি৫৩ রেটিং এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক সহ এসেছে।

Redmi Note 12 Pro 5G এর ফিচার

রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনের সামনে দেখা যাবে ১২০ হার্টজ ফ্লো অ্যামোলেড ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট টার্বো চার্জিং সাপোর্ট করবে। এই ফোনটিতেও পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আর রেডমির এই ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর সহ এসেছে। এতে রয়েছে ডলবি ভিশন অ্যাটমস এবং শক্তিশালী ডুয়েল স্পিকার।

Redmi Note 12 Pro+ 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Redmi Note 12 Pro+ 5G ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট হাইপারচার্জ সাপোর্ট করবে। আবার এতে পাওয়া যাবে শাওমি সার্জ পি১ এবং ৩০০০ মিমি ভিসি সিস্টেম। ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, ফোনটি ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এছাড়াও এতে রয়েছে ১২০ হার্টজ ফ্লো অ্যামোলেড ডিসপ্লে। এতেও ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর।