200MP ক্যামেরা, 120W চার্জিং, আর কী চাই, দুর্ধর্ষ ফিচার নিয়ে ভারতে Redmi Note 12 Pro সিরিজ

বহু জল্পনা ও দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রেডমি আজ (৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ করেছে তাদের Redmi Note 12 সিরিজের তিন স্মার্টফোন। এই লাইনআপের অধীনে স্ট্যান্ডার্ড Redmi Note 12, Note 12 Pro এবং Note 12 Pro Plus- এই মডেলগুলি এদেশের বাজারে পা রেখেছে। নয়া Redmi Note সিরিজের তিনটি ফোনই ভারতে ফাইভ-জি নেটওয়ার্ক সাপোর্ট করে। এছাড়াও, এগুলি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে এবং ট্রিপল-ক্যামেরা সেটআপ অফার করে। তবে, হ্যান্ডসেটগুলিতে ভিন্ন ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে।

Note 12 Pro Plus ফোনে ২০০ মেগাপিক্সেল Samsung HPX প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ এসেছে। অন্যদিকে, Note 12 Pro-এর প্রধান ক্যামেরাটি হল একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 সেন্সর, যা এর আগে অনেক ফ্ল্যাগশিপ ফোনেই দেখা গেছে। এই প্রপিবেদনে Redmi Note 12 সিরিজের Pro মডেলগুলির দাম, স্পেসিফিকেশন এবং অন্যান্য তথ্যগুলি দেখে নেওয়া যাক।

Redmi Note 12 Pro 5G এবং Note 12 Pro Plus 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার

রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি এবং নোট ১২ প্রো ৫জি-তে অ্যাডাপ্টিভ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। এই দুই ফোনেরই স্ক্রিনটি সমতল এবং সেলফি ক্যামেরার জন্য ওপরের কেন্দ্রে একটি হোল-পাঞ্চ কাটআউট অবস্থান করছে। ডিসপ্লেটি ডিসিআই-পি৩ কালার গ্যামট, এইচডিআর১০+,ডলবি ভিশন এবং ওয়াইডভাইন এল১ সাপোর্ট করে। এছাড়াও, এই দুই হ্যান্ডসেটের স্ক্রিনে ৯০০ নিট পিক ব্রাইটনেস রয়েছে। এই ফোনগুলি জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৫৩ রেটিং সহ এসেছে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, Note 12 Pro Plus এবং Note 12 Pro 5G-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যা সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজের সাথে যুক্ত। এই ডিভাইসগুলি ভারতে এন২৮এ, এন৪০, এন৪১, এন৭৭ এবং এন৭৮ পর্যন্ত দশটি ৫জি ব্যান্ড সাপোর্ট করে৷ আবার, Note 12 Pro মডেলগুলিতে একটি ভেপার চেম্বার কুলিং সিস্টেমও রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Note 12 Pro Plus 5G-এর ট্রিপল ক্যামেরা সেটআপে এফ/১.৬৫ অ্যাপারচার সহ ২০০ মেগাপিক্সেলের Samsung HPX প্রধান ক্যামেরা সেন্সর রয়েছে। এই ১/১.৪-ইঞ্চির সেন্সরটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করে এবং ১২.৫ মেগাপিক্সেলের পিক্সেল-বিনড ছবি তৈরি করে। আবার সহায়ক লেন্স হিসেবে, এতে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অবস্থান করছে।

অন্যদিকে, Note 12 Pro-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 প্রধান ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে৷ আর সেলফি ও ভিডিও কলের জন্য, দুটি প্রো মডেলের সামনেই একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 12 Pro Plus-এ ৪,৯৮০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি দাবি করেছে যে, এই ফোনের চার্জারটি মাত্র ১৯ মিনিটের মধ্যে ফোনটিকে শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে। একটি নিরাপদ এবং আরও দক্ষ চার্জিং অভিজ্ঞতার জন্য ডিভাইসটি চার্জার থেকে ফোনের ভিতরে সার্কিটরি পর্যন্ত প্রতিরক্ষামূলক স্তর যুক্ত করে। আর Note 12 Pro মডেলটি শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর চার্জারটিও রিটেইল বক্সে থাকবে।

এছাড়া, Redmi Note 12 সিরিজের সবকটি মডেলই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করে। কোম্পানি তিনটি ফোনেই চার বছরের সিকিউরিটি প্যাচ এবং দুটি বড় অ্যান্ড্রয়েড আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ভারতে Redmi Note 12 Pro 5G এবং Note 12 Pro Plus 5G-এর দাম

রেডমি নোট ১২ প্রো ৫জি মডেলটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে বাজারে এসেছে। এগুলির দাম যথাক্রমে ২১,৯৯৯ টাকা, ২৩,৯৯৯ টাকা এবং ২৪,৯৯৯ টাকা। এগুলির ৩,০০০ টাকার আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক অফার উপলব্ধ এবং এক্সচেঞ্জে শাওমি ব্যবহারকারীদের জন্য ১,০০০ টাকা ছাড় মিলবে।ফ্লিপকার্ট-এ আগামী ১১ জানুয়ারি, দুপুর ১২টা থেকে রেডমি নোট ১২ প্রো-এর সেল শুরু হবে।

অন্যদিকে, লাইনআপের শীর্ষে থাকা রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি-কে কোম্পানি ভারতে দুটি স্টোরেজ বিকল্প সহ এই ফোনটি লঞ্চ করেছে। এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা। এছাড়া, একটি উচ্চতর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পও রয়েছে, যার দাম ৩২,৯৯৯ টাকা।

এর সাথে ৩,০০০ টাকা আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক অফার এবং শাওমি ব্যবহারকারীদের জন্য এক্সচেঞ্জ বাবদ ৩,০০০ টাকা ছাড় দেওয়া হবে। এটিকে আর্কটিক হোয়াইট, আইসবার্গ ব্লু এবং অবসিডিয়ান ব্ল্যাক কালার অপশনে লঞ্চ করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি, দুপুর ১২টা থেকে ফ্লিপকার্ট-এর সাইটে রেডমি নোট ১২ প্রো প্লাস-এর সেল শুরু হবে। এছাড়াও, নোট ১২ সিরিজটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং এমআই হোম স্টোরস থেকেও কেনা যাবে।