200 মেগাপিক্সেল ক্যামেরা সহ 210W চার্জিং, লঞ্চ হল Redmi Note 12 Pro, 12 Pro Plus ও 12 Explorer Edition

রেডমি আজ চীনে প্রত্যাশা মতোই বহু প্রতীক্ষিত Redmi Note 12 Pro সিরিজটি উন্মোচন করেছে। এই লাইনআপে তিনটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে, Redmi Note 12 Pro, Redmi Note 12 Pro Plus, এবং Redmi Note 12 Explorer Edition। এছাড়াও, Redmi Note 12 Pro Plus-এর ওপর ভিত্তি করে একটি Redmi Note 12 Yibo সংস্করণও বাজারে আত্মপ্রকাশ করেছে। তিনটি স্মার্টফোন শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট স্পেসিফিকেশনের ক্ষেত্রে আলাদা। এগুলির সিংহভাগ বৈশিষ্ট্যই একইরকম। তাই Redmi Note 11T Pro সিরিজের মতোই এগুলিকে একই হ্যান্ডসেটের বিভিন্ন রূপ বলা যেতে পারে। Redmi Note 12 Pro সিরিজের সবকটি মডেলে ফুল-এইচডি+ ডিসপ্লে এবং MediaTek Dimensity 1080 প্রসেসর রয়েছে। তবে, এগুলি চার্জিং স্পিড, ব্যাটারি এবং ক্যামেরার ক্ষেত্রে ভিন্ন। চলুন Redmi 12 Note Pro সিরিজের এই নয়া হ্যান্ডসেটগুলির দাম, ফিচার এবং সকল স্পেসিফিকেশনগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

রেডমি নোট ১২ প্রো সিরিজের দাম এবং লভ্যতা – Redmi Note 12 Pro Price and Availability

রেডমি নোট ১২ প্রো

চীনের বাজারে রেডমি নোট ১২ প্রো-এর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলে দাম রাখা হয়েছে ১,৬৯৯ ইউয়ান (প্রায় ১৯,৩৫০ টাকা)। আবার ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির মূল্য যথাক্রমে ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২০,৫০০ টাকা), ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২২,৮০০ টাকা) এবং ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৫,০৫০ টাকা)। এই হ্যান্ডসেটটি চীনে ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং ভায়োলেট- এই চারটি কালার অপশনে পাওয়া যাবে।

রেডমি নোট ১২ প্রো প্লাস

হোম মার্কেটে রেডমি নোট ১২ প্রো প্লাস দুটি মেমরি কনফিগারেশন উপলব্ধ। ফোনটির ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৫,০৫০ টাকা) এবং উচ্চতর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৭,৩৫০ টাকা)। এটি ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু- এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।

রেডমি নোট ১২ ইবো এডিশন

চীনে বিশেষ সংস্করণের রেডমি নোট ১২ ইবো এডিশনটির একমাত্র ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ২,৫৯৯ ইউয়ান (প্রায় ২৯,৬১০ টাকা) নির্ধারণ করা হয়েছে।

রেডমি নোট ১২ এক্সপ্লোরার এডিশন

চীনা মার্কেটে সদ্য উন্মোচিত রেডমি নোট ১২ এক্সপ্লোরার এডিশন-এর একক ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৭,৩৫০ টাকা)। এটি শুধুমাত্র ব্ল্যাক কালার অপশনে মিলবে।

প্রসঙ্গত, ট্রেন্ড এডিশন ছাড়া ওপরে উল্লিখিত সমস্ত ডিভাইসগুলি বর্তমানে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং আগামী ৩১ অক্টোবর রাত ৮ টা (স্থানীয় সময়) থেকে এগুলি কেনা যাবে। অন্যদিকে, বিশেষ সংস্করণটি আগামী ১১ নভেম্বর থেকে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে এবং আগামী ১৩ নভেম্বর এর সেল শুরু হবে।

রেডমি নোট ১২ প্রো সিরিজের স্পেসিফিকেশন – Redmi Note 12 Pro Specifications

রেডমি নোট ১২ প্রো লাইনআপের তিনটি মডেলেই ৬.৬৭ ইঞ্চির কেন্দ্রীভূত পাঞ্চ-হোল ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১,৯২০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং, ১৬,০০০ লেভেল ডিমিং, ২০: ৯ অ্যাসপেক্ট রেশিও, ৫০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, ১০ বিট কালার ডেপ্থ, ৯০০ নিট পিক ব্রাইটনেস লেভেল, এইচডিআর১০+, এইচডিআর১০ এবং ডলবি ভিশন সাপোর্ট করে।

উন্নত পারফরম্যান্সের জন্য, Redmi Note 12 Pro সিরিজের ডিভাইসগুলি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ইউএফএস ২.২ স্টোরেজের সাথে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত। Pro Plus এবং Explorer Edition-এ একটি ৩,০০০ মিমি² ভিসি কুলিং সিস্টেম রয়েছে, যেখানে রেগুলার প্রো মডেলে একটি ছোট ২,০০০ মিমি² গ্রাফিন-ভিত্তিক কুলিং সিস্টেম রয়েছে। ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে।

এছাড়া, Redmi Note 12 Pro সিরিজের হ্যান্ডসেটগুলির মধ্যে প্রধান পার্থক্য দেখা যায় এগুলির ক্যামেরা বিভাগে। Pro মডেলে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি ক্যামেরা সেন্সর বর্তমান। এই ১/১.৫৬ ইঞ্চির সেন্সরে একটি ৬পি লেন্স, এফ/১.৮৮ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) রয়েছে। অন্যদিকে, Pro Plus এবং Explorer Edition-এ ১/১.৪ ইঞ্চির একটি ২০০ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল এইচপিএক্স প্রাইমারি ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। এটি একটি ৭পি লেন্স, যা এএলডি আবরণ, এফ/১.৬৫ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ এসেছে। তবে, তিনটি হ্যান্ডসেটেরই রিয়ার ক্যামেরা ইউনিটে সহায়ক লেন্স হিসেবে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি অভিন্ন ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে।

এছাড়া, Redmi Note 12 Pro-এর তিনটি মডেলে একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি আইআর ব্লাস্টার, একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার ভাইব্রেশন মোটর, ডুয়েল স্টেরিও স্পিকার এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত রয়েছে৷ এই ডিভাইসগুলির কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ডুয়েল সিম সাপোর্ট, ৫জি, ওয়াইফাই ৬, জিএনএসএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।

সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 12 Pro এবং Pro Plus ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। তবে Explorer Edition-টি ৪,৩০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আর, তিনটি মডেলেই ভিন্ন চার্জিং স্পিড রয়েছে। Pro, Pro Plus এবং Explorer Edition-এ যথাক্রমে ৬৭ ওয়াট, ১২০ ওয়াট এবং ২১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।