আসন্ন OnePlus Nord 2 নিয়ে নতুন তথ্য ফাঁস, হতে পারে Realme X9 Pro এর রিব্র্যান্ডেড ভার্সন

OnePlus তাদের গতবছরে লঞ্চ করা Nord এর উত্তরসূরী, Nord 2 (নর্ড ২) নিয়ে কাজ শুরু করেছে। এই ফোনটি আগামী মাসে অর্থাৎ জুলাইয়ে বাজারে আসতে পারে। এতে মিডিয়াটেক ডায়মেনসিটি ১২০০ প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া কয়েকদিন আগেই ফোনটির ডিসপ্লে, ক্যামেরা, ও স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কিত তথ্য সামনে আসে। তবে এখন একজন টিপস্টার দাবি করছেন, OnePlus Nord 2 ফোনটি আসলে Realme X9 Pro এর রিব্র্যান্ডেড ভার্সন হবে।

আপনি নিশ্চয়ই ভাবছেন, গতকালই আমরা জানিয়েছি রিয়েলমি এক্স৯ প্রো ফোনে কোয়ালকম স্ন‌্যাপড্রাগন ৮৭০ প্রসেসর থাকবে। আসলে Arsenal নামের ওই টিপস্টার বলেছেন, রিয়েলমি এক্স৯ প্রো ফোনের দুটি ভ্যারিয়েন্ট থাকবে। একটিতে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর সহ ৯০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে দেখা যাবে। আবার অন্যটি ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ও ৯০ হার্টজ ডিসপ্লে সহ আসবে।

টিপস্টার আরও জানিয়েছেন, Realme X9 Pro এর দ্বিতীয় ভ্যারিয়েন্টটি চীনে পাওয়া যাবে না। কারণ OnePlus Nord 2 চীন সহ অন্যান্য মার্কেটে বিক্রি হবে।

OnePlus Nord 2 সম্পর্কে আপাতত কী জানা গেছে

টিপস্টারদের কথা বিশ্বাস করলে, ওয়ানপ্লাস নর্ড ২ এর দাম ২,০০০ আরএমবি থেকে শুরু হবে, যা ভারতীয় মুদ্রায় ২২,৩০০ টাকার সমান। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ৬.৪৩ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে প্যানেল দেখা যাবে। এতে সিঙ্গেল সেলফি ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। 

পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি পেতে পারে, যা Warp Charge 30T Plus ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আমরা আশা করছি। ফোনটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি  + ২৫৬ জিবি স্টোরেজ সহ আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন