Redmi Note 12 Turbo-র ডিজাইনে বড় চমক, বেজেল নাকি iPhone 14 এর থেকেও পাতলা

Redmi Note 12 Turbo আগামী ২৮ মার্চ চীনে লঞ্চ হতে চলেছে। এটিই Qualcomm Snapdragon 7+ Gen 2 প্রসেসরের প্রথম ফোন হিসাবে বাজারে আসবে। ইতিমধ্যেই গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটেও হাজির হয়েছে এটি। গতকাল টিজারের মাধ্যমে Note 12 Turbo এর পিছনের অংশের ডিজাইন সামনে এসেছিল। আর এখন Redmi Note 12 Turbo-এর আরও কয়েকটি প্রোমোশনাল টিজার প্রকাশ হয়েছে, যা ডিজাইন সম্পর্কে আকর্ষণীয় তথ্য প্রদান করেছে।

Redmi Note 12 Turbo এর নতুন প্রোমোশনাল টিজার প্রকাশ

রেডমি দাবি করেছে যে, নোট ১২ টার্বো-এর বেজেলগুলি আইফোন ১৪-এর তুলনায় পাতলা হবে৷ কোম্পানি দ্বারা প্রকাশিত নতুন পোস্টারগুলি নির্দেশ করেছে যে, চার দিকেই অতি-পাতলা বেজেল দেখা যাবে। দুই পাশের বেজেলগুলির পরিমাপ ১.৯৫ মিলিমিটার, ওপরের বেজেলটির আকার ১.৪২ মিলিমিটার এবং নীচের বেজেলের পরিমাপ ২.২ মিলিমিটার হবে।

স্লিম বেজেলগুলির জন্য, রেডমি নোট ১২ টার্বো-এর ওলেড (OLED) প্যানেলটি ৯৩.৪% জায়গা দখল করে অবস্থান করতে পারবে। প্লাস্টিকের ফ্রেমের পরিবর্তে, ডিভাইসটি ধাতব ফ্রেম দ্বারা সজ্জিত হবে। পাশাপাশি জানা গেছে যে, রেডমি নোট ১২ টার্বো-এর ওজন ১৯১ গ্রাম এবং এটি মাত্র ৭.৯ মিলিমিটার পুরু হবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে এবং চায়না কম্পালসারি (3C) সার্টিফিকেশন-এর তালিকাটি প্রকাশ করেছে যে, নোট ১২ টার্বো ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। রেডমি প্রকাশ করেছে যে, স্মার্টফোনটি ১.৩ দিনের ব্যাটারি লাইফ অফার করবে। শোনা যাচ্ছে, Redmi Note 12 Turbo-এর স্ক্রিনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে, তবে এটি এখনও কোম্পানির তরফে কনফার্ম করা হয়নি।

পোস্টারগুলি আরও প্রকাশ করেছে যে ডিভাইসটি ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, ডুয়েল স্টেরিও স্পিকার, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং একটি আইআর (IR) ব্লাস্টারের সাথে আসবে। এছাড়া, Redmi Note 12 Turbo-তে ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে থাকতে পারে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ আসবে।

ফটোগ্রাফির জন্য, Note 12 Turbo-তে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা ইউনিট উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। Note 12 Turbo অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 14) ইউজার ইন্টারফেসে রান করবে।