মেনে চলুন এই চারটি নিয়ম, হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারবে না

সাম্প্রতিককালে সাইবার জালিয়াতির ঘটনা টেক দুনিয়ার খবরের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। ডিজিটাল ছদ্মবেশ (Digital impersonation) কথাটির সঙ্গেও এখন আমরা অনেকেই পরিচিত। ডিজিটাল ছদ্মবেশ অন্য ব্যক্তির পরিচয় চুরি করে জালিয়াতি বা প্রতারণার একটি নতুন কৌশল, যেখানে কেউ সেই ব্যক্তির পরিচয়কে হাতিয়ার করে অন্য কেউ হওয়ার ভান করে। সাধারণত সেই ব্যক্তির নামকে কাজে লাগিয়ে টাকা রোজগার করাই মূলত এই কৌশলের লক্ষ্য। এইরকম ঘটনায় অপরাধীরা অননুমোদিত ক্রিয়াকলাপ করার জন্য নাম, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস বা ব্যাংকিং ডিটেলসের মতো ইউজারের ব্যক্তিগত তথ্য চুরি করে। প্রায় ৩৬% ভারতীয় আর্থিক নিরাপত্তা চুরি (financial security theft), সামাজিক পরিচয় চুরি (social identity theft) ইত্যাদির মতো একাধিক ঘটনার শিকার হয়েছেন বলে জানা গেছে।

সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজনীয় কিছু পদক্ষেপ অনুসরণ করে চলাই এই ধরনের ঘটনার হাত থেকে নিরাপদে থাকতে ইউজারদের সহায়তা করবে। মহারাষ্ট্র সাইবার-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল একটি পোস্টে এ সম্পর্কে বিশদে ব্যাখ্যা করেছে। ‘ডিজিটাল ছদ্মবেশ থেকে সাবধান’ (Beware of digital impersonation) শিরোনামের টুইটে চারটি সতর্কতামূলক পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে যেগুলি অবলম্বন করলে এই ধরনের ঘটনার হাত থেকে রেহাই পাওয়া যাবে। যথা-

১. মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য ব্যক্তিগত মোবাইল/ল্যাপটপ ব্যবহার করা উচিত।

২. অনলাইনে যে কোনো ফর্ম ফিল-আপের সময় পার্সোনাল ডিটেলস এন্টার করতে হলে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।

৩. শুধুমাত্র ব্যক্তিগত ডিভাইসে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ব্যক্তিগত প্রোফাইলগুলিতে লগ ইন করা উচিত। প্রতিটি সেশনের পরে লগআউট করার কথা সর্বদা মনে রাখতে হবে।

৪. ইমেল, সোশ্যাল মিডিয়া বা SMS-এর মাধ্যমে প্রাপ্ত সন্দেহজনক লিঙ্কগুলিতে ক্লিক করা এড়িয়ে চলুন।

এছাড়া সমস্ত অ্যাকাউন্টের জন্য টু-ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবেল করা, সহজেই অনুমেয় নয় এমন একটি অনন্য পাসওয়ার্ড তৈরি করা, বা এই জাতীয় আরও একাধিক ছোটখাটো পদক্ষেপও অনলাইন গোপনীয়তা এবং সুরক্ষা নিশ্চিত করতে পারে। সর্বদা “https” দিয়ে শুরু হওয়া URL সহ ওয়েবসাইট ব্যবহার করলে ইউজাররা ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে এমন জাল ওয়েবসাইটগুলিকে এড়িয়ে চলতে সক্ষম হবেন।

সর্বদা মনে রাখবেন, ডিজিটাল ছদ্মবেশ ধারণ করে সাইবার হ্যাকাররা আপনার ইমেলের সাথে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ব্যাংকিং এবং ক্রেডিট কার্ডের স্টেটমেন্টগুলির উপর লক্ষ্য রাখার পাশাপাশি আপনার যাবতীয় কার্যকলাপ নিয়মিত পর্যবেক্ষণ করে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি কোনো অসঙ্গতি লক্ষ্য করেন, তবে তৎক্ষণাৎ cybercrime.gov.in পোর্টালে রিপোর্ট করুন। এছাড়া, ব্যবহারকারীরা সাইবার ক্রাইম কেস রিপোর্ট করতে ১৫৫২৬০ নম্বর ডায়াল করতে পারেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন