দমদার পারফরম্যান্স, সঙ্গে উন্নত ক্যামেরা, লঞ্চের আগেই চর্চায় Redmi Note 12 Turbo

রেডমি তাদের জনপ্রিয় Note 12 সিরিজের পরবর্তী মডেল হিসেবে Redmi Note 12 Turbo আগামী সপ্তাহে চীনে লঞ্চ করতে চলেছে। তার আগেই অবশ্য এই ফোনটির সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, এটি Snapdragon 7+ Gen 2 প্রসেসরের প্রথম মোবাইল হিসাবে ২৮ মার্চ লঞ্চ হতে চলেছে। আর এখন, Note 12 Turbo-কে ওই চিপসেটের সঙ্গে প্রসেসর সহ গিকবেঞ্চ (Geekbench) সাইটে স্পট করা গেছে। আসুন তাহলে এই বেঞ্চমার্ক লিস্টিং আপকামিং রেডমি ফোনটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করেছে, জেনে নেওয়া যাক।

Redmi Note 12 Turbo হাজির Geekbench সাইটে

23049RAD8C মডেল নম্বর সহ রেডমি নোট ১২ টার্বো ফোনটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকায় প্রকাশ করা হয়েছে যে, হ্যান্ডসেটটি বেঞ্চমার্ক পরীক্ষার সিঙ্গেল-কোর রাউন্ডে ১,২১৩ পয়েন্ট এবং মাল্টি-কোর রাউন্ডে ৩,৯৭২ পয়েন্ট স্কোর করতে সক্ষম হয়েছে। এই স্কোরগুলি নির্দেশ করে যে, নোট ১২ টার্বো-তে ব্যবহৃত স্ন্যাপড্রাগন ৭প্লাস জেন ২ চিপটি একটি মিড-রেঞ্জ প্রসেসর হওয়া সত্ত্বেও অভূতপূর্ব কর্মক্ষমতা প্রদান করবে।

এছাড়াও চিপসেট নির্মাতা কোয়ালকম জানিয়েছে যে, নয়া স্ন্যাপড্রাগন ৭প্লাস জেন ২ চিপটি যথেষ্ট উন্নত কর্মক্ষমতা এবং শক্তি দক্ষতা প্রদান করবে। এর প্রধান ক্রিয়ো সিপিইউ কোরটির ক্লক স্পিড ২.৯১ গিগাহার্টজ এবং পুরো ১+৩+৪ সিপিইউ আর্কিটেকচারটি স্ন্যাপড্রাগন ৭ জেন ১-এর তুলনায় ৫০% বেশি পারফরম্যান্স প্রদান করবে বলে দাবি করা হয়েছে।

গিকবেঞ্চ এও প্রকাশ করেছে যে, Redmi Note 12 Turbo-এর প্রসেসরটি ১২ জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে। তবে কোম্পানি এর অন্যান্য র‍্যাম ভ্যারিয়েন্টও লঞ্চ করতে পারে। এছাড়াও জানা গেছে যে, স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে এবং এর ওপরে সম্ভবত শাওমির এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনের একটি স্তর থাকবে।

অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, Redmi Note 12 Turbo ১২০ ওয়াট রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসবে। ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটির পিছনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকবে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, Note 12 Turbo সম্ভবত ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।