Categories: Mobiles

OLED ডিসপ্লের সাথে 12 জিবি র‌্যাম, Redmi Note 12R Pro 5G এপ্রিলের শেষে বাজারে আসছে

Xiaomi -এর সাব-ব্র্যান্ড Redmi তাদের Note-সিরিজের অধীনে চীনের বাজারে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার কথা নিশ্চিত করেছে। আসন্ন মডেলটি Redmi Note 12R Pro 5G নামে বাজারে আসবে এবং এটি মিড-রেঞ্জ লঞ্চ হবে। প্রসঙ্গত সংস্থাটি ইতিমধ্যেই আলোচ্য লাইনআপের অধীনে একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে। যার মধ্যে মোট চারটি ‘Pro’ মডেল বিদ্যমান রয়েছে, যেগুলি হল – স্ট্যান্ডার্ড Note 12 Pro 5G, Note 12 Pro 4G, Note 12 Pro Speed Edition (ওরফে Poco X5 Pro) এবং Note 12 Pro+ 5G৷ আর আসন্ন Redmi Note 12R Pro 5G উপরি উল্লিখিত ডিভাইস তিনটির উত্তরসূরি হিসাবে আসবে।

সর্বোপরি, Xiaomi হালফিলে হোম মার্কেটের জন্য আপকামিং Redmi Note 12R Pro 5G স্মার্টফোনের লঞ্চের তারিখও ঘোষণা করেছে, যা কিনা আগামী ২৯শে এপ্রিল নির্ধারিত হয়েছে৷ ফোনটি ভারতে বা অন্য কোনও আঞ্চলিক বাজারে আত্মপ্রকাশ করবে কিনা সেই সম্পর্কে এখনো কোনও খবর পাওয়া যায়নি৷ তবে সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক লঞ্চের আগেই Redmi Note 12R Pro 5G স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ডিজাইন শেয়ার হয়েছে।

Redmi Note 12R Pro 5G -এর ডিজাইন এবং ফিচার

রেডমি নোট ১২আর প্রো ৫জি স্মার্টফোনকে চীনে মিড-রেঞ্জ সেগমেন্টের অধীনে নিয়ে আসা হবে। সংস্থাটি স্বয়ং সম্প্রতি চীনা মাইক্রোব্লগিং সাইট উইবো (Weibo) -তে আলোচ্য মডেলটির ডিজাইন টিজ করেছে। ডিভাইসটি কার্ভড ব্যাক প্যানেল ও ফ্ল্যাট ফ্রেমের সাথে আসবে। এই ফোনের ব্যাক প্যানেলে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল দেখা গেছে, যার মধ্যে দুটি ক্যামেরা সেন্সর অবস্থিত। সেন্সরগুলির ঠিক পাশেই রয়েছে একটি LED ফ্ল্যাশ। আর ক্যামেরা মডিউলে থাকা টেক্সট নিশ্চিত করছে যে, ফোনটির প্রাইমারি রিয়ার সেন্সর ৪৮ মেগাপিক্সেলের হবে। এছাড়াও, আলোচ্য নোট-সিরিজের এই হ্যান্ডসেটে থাকা ‘Redmi’ ব্র্যান্ডিংয়ের পাশে ‘5G’ ব্যাজও লক্ষণীয়, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ডিভাইসটি ৫তম প্রজন্মের মোবাইল সেলুলার নেটওয়ার্কের সমর্থন সহ আসবে। রেডমি নোট ১২আর প্রো ৫জি তিনটি কালার বিকল্পের সাথে লঞ্চ হতে পারে, যথা – গোল্ড, হোয়াইট এবং ব্ল্যাক।

ডিজাইনের পাশাপাশি শাওমি আসন্ন এই স্মার্টফোনের বেশ কয়েকটি কী-ফিচারও লঞ্চের আগেই প্রকাশ্যে নিয়ে এসেছে। যেমন, নিরাপত্তার জন্য এই রেডমি ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। পারফরম্যান্সের জন্য এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর সহ আসবে। এই একই চিপসেট ভারতে আগত Note 12 5G মডেলেও রয়েছে। আবার ডুয়াল-সিমের এই স্মার্টফোনে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসের সামনে একটি OLED ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে এবং আই-সাইড সুরক্ষিত রাখতে SGS লো ব্লু লাইট প্রটেকশন দ্বারা প্রত্যয়িত হবে। ফোনটি ফ্ল্যাট প্যানেল ডিজাইনের সাথে আসতে পারে।সফ্টওয়্যার বিভাগের ক্ষেত্রে, রেডমি নোট ১২আর প্রো ৫জি স্মার্টফোনটি সম্ভবত লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক সংস্থার নিজেস্ব এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম ইউজার ইন্টারফেস স্কিন দ্বারা চালিত হবে।

আসন্ন Redmi Note 12R Pro 5G স্মার্টফোন সম্পর্কে অন্যান্য বিবরণ এখনো অজানা। তবে টিজারের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে, ডিভাইসটি শাওমির পোর্টফোলিওতে Note 12 Pro 4G এবং Note 12 Pro 5G ফোন দুটির মাঝে অবস্থান করবে।

Subhadip Dasgupta

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago