Categories: Mobiles

নজরকাড়া ডিজাইন সহ আকর্ষণীয় ফিচার, Redmi Note 12S ও Redmi Note 12 Pro 4G বাজারে আসছে

Xiaomi -এর সাব-ব্র্যান্ড Redmi সম্প্রতি গ্লোবাল মার্কেটে Redmi Note 12 4G, Note 12 5G, Note 12 Pro, এবং Note 12 Pro+ 5G স্মার্টফোন ঘোষণা করেছে। নবাগত প্রত্যেকটি হ্যান্ডসেটের ফিচার ইতিমধ্যেই সংস্থার আধিকারিক সাইটে (Mi.com) উপলব্ধ। ফোনগুলির তথ্য সমৃদ্ধ প্রেস রিলিজের লিংক সংস্থার প্রোডাক্ট পেজেও অন্তর্ভুক্ত করা হয়েছে৷ আশ্চর্যজনকভাবে, এই লিংকে দুটি অঘোষিত স্মার্টফোনের প্রেস রেন্ডার সামিল থাকতে দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী, আসন্ন ডিভাইসগুলি Redmi Note 12S এবং Redmi Note 12 Pro 4G নামে বাজারে আসবে। পাশাপাশি আলোচ্য দুটি স্মার্টফোনের কী-ফিচার ও কালার ভ্যারিয়েন্টের বিশদও উল্লেখ রয়েছে রেন্ডারে। যাইহোক, যেহেতু Note 12 সিরিজের এই লেটেস্ট মডেলগুলির রেন্ডার সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই ফাঁস করা হয়েছে, সেহেতু এগুলির লঞ্চ সত্বর বলে আমাদের অনুমান।

Redmi Note 12S এর রেন্ডার ফাঁস হল

ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, রেডমি নোট ১২এস স্মার্টফোনকে ব্ল্যাক, ব্লু এবং গ্রীন কালার অপশনের সাথে দেখা গেছে। এটি পাঞ্চ-হোল স্টাইলের ডিসপ্লে প্যানেলের সাথে আসবে। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। আর ডিভাইসের পিছনে ১০৮-মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ইউনিট উপস্থিত থাকতে পারে।

এছাড়া সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, আপকামিং Redmi Note 12S বিদ্যমান Note 11S ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হবে। যদিও বিদ্যমান ডিভাইসের ন্যায় এটি ফাস্ট চার্জিং সলিউশন অফার করলেও, এতে ডেপথ সেন্সর অনুপস্থিত থাকতে পারে। এছাড়া ফিচার হিসাবে, ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৪৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড টাচ-স্ক্রিন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। আলোচ্য ডিভাইসে ১৬-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। ফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা যাবে। এই ক্যামেরাগুলি – ১০৮-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স + ২-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার হতে পারে। এতে হেলিও জি৯৬ প্রসেসর সমন্বিত থাকবে হয়তো। স্টোরেজ হিসাবে ৮ জিবি LPDDR4x র‌্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 রম পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি নোট ১২ সিরিজের এই আসন্ন মডেলে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হতে পারে।

Redmi Note 12 Pro 4G রেন্ডার

সংস্থা দ্বারা প্রকাশিত রেন্ডার অনুসারে, রেডমি নোট ১২ প্রো ৪জি স্মার্টফোনকে লঞ্চ-পরবর্তী সময়ে ব্ল্যাক, হোয়াইট, ব্লু, এবং গ্রেডিয়েন্ট ব্লু শেডে পাওয়া যাবে। ডিজাইনের নিরিখে, ডিভাইসটিতে পাঞ্চ-হোল স্টাইলের ডিসপ্লে এবং সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা গেছে। আর Xiaomi 12 সিরিজের অনুরূপ ডিজাইনের ক্যামেরা ইউনিট বিদ্যমান থাকবে নোট ১২ প্রো ৪জি ফোনে, যার প্রাইমারি সেন্সর হবে ১০৮ মেগাপিক্সেল।

এছাড়া জানা গেছে যে, আসন্ন Redmi Note 12 Pro 4G স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে ইতিমধ্যে লঞ্চ হওয়া Redmi Note 10 Pro মডেলের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসবে। তাই এতেও সম্ভবত, ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর দ্বারা চালিত হতে পারে। স্টোরেজ হিসাবে ৮ জিবি LPDDR4x র‌্যাম এবং ১২৮ জিবি UFS 2.2মেমরি মিলবে। ক্যামেরা বিভাগের ক্ষেত্রে এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ (১০৮ মেগাপিক্সেল প্রাইমারি + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড + ৫ মেগাপিক্সেল ম্যাক্রো + ২ মেগাপিক্সেল ডেপ্থ) উপস্থিত থাকবে। এছাড়া আপকামিং রেডমি নোট ১২ প্রো ৪জি ফোনে ৫,০২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে বলেও জানা যাচ্ছে।

Subhadip Dasgupta

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

31 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

38 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

46 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

57 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago