108MP ক্যামেরার সঙ্গে আসছে Redmi-র আরও এক স্মার্টফোন, খুব তাড়াতাড়িই লঞ্চ

Redmi Note 12S গত বছরের জানুয়ারি মাসে লঞ্চ হওয়া Redmi Note 11S এর আপগ্রেড ভার্সন হিসাবে আসছে। এটি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

শাওমি (Xiaomi) কিছুদিন আগে ঘোষণা করেছে যে, তারা আগামী ২১ মার্চ গ্লোবাল মার্কেটে Redmi Note 12 সিরিজটি লঞ্চ করবে। যদিও, ইতিমধ্যেই চীন এবং ভারতে স্মার্টফোনগুলি এসে গিয়েছে। আবার সম্প্রতি Redmi Note 12 সিরিজের একটি নতুন ফোন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এ তালিকাভুক্ত করা হয়েছে। সেখান থেকে জানা গেছে যে, এটি Redmi Note 12S নামে লঞ্চ করা হবে। এটি সামান্য আপগ্রেড সহ Redmi Note 11S-এর উত্তরসূরি হিসেবে আসবে। আর Note 12 সিরিজের গ্লোবাল লঞ্চের আগে এখন, Note 12S-কে ইইসি (EEC) সার্টিফিকেশনেও তালিকাভুক্ত করা হয়েছে। যা ইঙ্গিত দেয় যে, ডিভাইসটি শীঘ্রই গ্লোবাল মার্কেটেও আসতে চলেছে।

Redmi Note 12S পেল EEC-এর অনুমোদন

রেডমি নোট ১২এস 2303CRA44A মডেল নম্বর সহ ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC)-তে তালিকাভুক্ত হয়েছে। ইইসি তালিকাটি মডেল নম্বর ছাড়া ফোনটির সম্পর্কে আর কিছু প্রকাশ করেনি। তবে এর আগে, ডিভাইসটি একই মডেল নম্বর সহ ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এ উপস্থিত হয়েছিল। এফসিসি তালিকাটি থেকে জানা গেছে যে, এটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

এছাড়া, এফসিসি তালিকা অনুযায়ী, রেডমি আসন্ন স্মার্টফোনটির সাথে MDY-14-EU/EK/EL মডেল নম্বরের একটি চার্জারও অন্তর্ভুক্ত করবে। এমনকি জানা গেছে যে, এর স্পেসিফিকেশনগুলি 2201117SG-এর মতো হবে, যেটি রেডমি নোট ১১এস-এর মডেল নম্বর। এফসিসি লিস্টিংটি স্মার্টফোনের ছবিগুলিও প্রকাশ করেছে, যা তার পূর্বসূরির সাথে অভিন্ন।

জানিয়ে রাখি, ছবিগুলিতে দেখা গেছে যে, Redmi Note 12S-এর সামনে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট এবং পিছনে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল রয়েছে। আসন্ন স্মার্টফোনটি অপেক্ষাকৃত উন্নত ফাস্ট চার্জিং গতি সহ Note 11S-এর একটি আপডেটেড সংস্করণ হবে। আবার জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা নিশ্চিত করেছেন যে, স্মার্টফোনটিতে ৫জি সংযোগ থাকবে না। তবে Redmi Note 12S ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।

Redmi Note 11S-এর স্পেসিফিকেশন

Redmi Note 11S-এ ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেল সহ গত বছর জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল। এই প্যানেলটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ফুল এইচডি+ রেজোলিউশন, ১,০০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা এবং কর্নিং গরিলা গ্লাস ৩-এর সুরক্ষা অফার করে। ডিভাইসটি ১২ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজের সাথে যুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Redmi Note 11S-এর রিয়ার প্যানেলে অবস্থিত কোয়াড-ক্যামেরা সেটআপে এফ/১.৯ অ্যাপারচার এবং পিডিএএফ সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে৷ আর সেলফির জন্য, ডিসপ্লের ওপরের কেন্দ্রীভূত পাঞ্চ-হোলে একটি ১৬ মেগাপিক্সেলের সেন্সর বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 11S-এ ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।